সংসদে বাংলাদেশ ট্যারিফ কমিশন (সংশোধন) বিল, ২০১৯ পাস

214

সংসদ ভবন, ২২ জানুয়ারি ২০২০ (বাসস) : বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন প্রতিষ্ঠাসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে বিধান করে বাংলাদেশ ট্যারিফ কমিশন (সংশোধন) বিল, ২০১৯ আজ সংসদে পাস করা হয়েছে।
বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি বিলটি পাসের প্রস্তাব করেন।
বিলে বিদ্যমান আইনের প্রস্তাবনায় ‘যেহেতু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে তাঁর সরকারের আমলে বাণিজ্য মন্ত্রণালয়ের ফরেন ট্রেড ডিভিশনের ২৮ জুলাই ১৯৭৩ সালের রেজুল্যুশনবলে একটি সম্পূর্ন সরকারি দপ্তর হিসাবে ট্যারিফ কমিশন প্রতিষ্ঠা লাভ করেছে, যেহেতু বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন প্রতিষ্ঠায় একটি আইন প্রণয়ন করা সমীচীন ও প্রযোজনীয়’ শব্দগুলো প্রতিস্থাপন করা হয়।
বিলে বিদ্যমান আইনের ৭ ধারায় উল্লেখিত বাংলাদেশ ট্যারিফ কমিশন শব্দগুলোর পরিবর্তে বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন শব্দগুলো প্রতিস্থাপন করা হয়।
বিলে কমিশনের কার্যাবলীসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে সুনির্দিষ্ট বিধান করা হয়।
এর আগে জাতীয় পার্টির ফখরুল ইমাম, মুজিবুল হক ও বিএএনপির রুমীন ফারহানা বিলের ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে তা কন্ঠ ভোটে নাকচ হয়ে যায়।