ব্যাংক পরিচালকদের বকেয়া ব্যাংক ঋণের পরিমান ১ লাখ ৭৩ হাজার ২৩০ কোটি টাকা : অর্থমন্ত্রী

219

সংসদ ভবন, ২২ জানুয়ারি ২০২০ (বাসস) : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বিভিন্ন ব্যাংকের পরিচালকদের নামে গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত মোট বকেয়া ঋণের পরিমান ১ লাখ ৭৩ হাজার ২৩০ কোটি টাকা।
আজ সংসদে সরকারি দলের সদস্য আহসানুল ইসলাম (টিটু)’র এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
তিনি জানান এ ঋণের মধ্যে পরিচালকদের কাছে নিজ ২৫টি ব্যাংকের পাওনা ঋণের পরিমান ১ হাজার ৬১৪ কোটি ৭৭ লাখ ১৭ হাজার টাকা। যা মোট দেয়া ঋণের ০.১৬৬ শতাংশ। আর বকেয়া বাকী ১ লাখ ৭১ হাজার ৬১৬ কোটি ১২ লাখ ৪৭ হাজার টাকা রাষ্ট্রায়ত্তসহ ৫৫টি ব্যাংকের রয়েছে। এটা মোট দেয়া ঋণের ১১.২১ শতাংশ ।
তিনি আরো জানান এ বকেয়া ঋণের মধ্যে অগ্রণী ব্যাংকের ৩৮ হাজার ৬১১ কোট ৭৯ লাখ ৬৯ হাজার টাকা, জনতা ব্যাংকের ৪৮হাজার ৬শ’ কোটি ২৬ লাখ ৬১ হাজার টাকা, রূপালী ব্যাংকের ২৬ হাজার ৯৫৪ কোটি ২৪ লাখ ২ হাজার টাকা, সোনালী ব্যাংকের ৪৩ লাখ ৫৪৭ কোটি ৮৭ লাখ ৪১ টাকা। এছাড়া পরিচালকের অন্যান্য বেসরকারি ব্যাংক থেকে নেয়া ঋণ বকেয়া রয়েছে।