বাসস দেশ-৩৯ : নিউ ইয়র্কে ২৫ সেপ্টেম্বর ‘বাংলাদেশী ইমিগ্র্যান্ট ডে’ পালিত হবে

417

বাসস দেশ-৩৯
ইমিগ্রান্ট ডে-বঙ্গবন্ধু
নিউ ইয়র্কে ২৫ সেপ্টেম্বর ‘বাংলাদেশী ইমিগ্র্যান্ট ডে’ পালিত হবে
ঢাকা, ২১ জানুয়ারি, ২০২০ (বাসস) : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আগামী ২৫ সেপ্টেম্বর জাতিসংঘে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া ভাষণের দিন ‘বাংলাদেশী ইমিগ্র্যান্ট ডে’ হিসাবে পালিত হবে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনার ১০ দিনের মাথায় নিউইর্য়ক স্টেট গভর্ণর এন্ড্রু ক্যুমো ২০২০ সালের ২৫ সেপ্টেম্বরকে বাংলাদেশী ইমিগ্র্যান্ট ডে’ হিসাবে পালনের রেজ্যুলেশন পাশ করেন।
এরআগে মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশ্বজিত সাহা নভেম্বর মাসে সিনেটর স্ট্যাভেস্কির কাছে এ বিষয়ে প্রস্তাবনা পাঠালে গত বছরের ১২ ডিসেম্বর তিনি সিনেটে তা উপস্থাপন করেন। পরে গত ১৪ জানুয়ারি নিউইর্য়ক স্টেট গভর্ণর এন্ড্রু ক্যুমো জে ২৩৪৬ স্মারকে এই রেজ্যুলেশন পাশ করেন। গত ২০ জানুয়রি নিউইর্য়ক স্টেট সেক্রেটারি আলেন্ডো এন পলিনো স্বাক্ষরিত মূল রেজ্যুলেশনটি মুক্তধারা ফাউন্ডেশন গ্রহন করে।
মুক্তধারা ফাউন্ডেশনের নির্বাহী বিশ্বজিত সাহা বাসসকে জানান, ঘোষণাপত্রটি বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হবে।
এর আগে ২০১৯ সালের ২৫ সেপ্টেম্বরর যুক্তরাষ্ট্রের নিউইর্য়কে বাংলাদেশী ইমিগ্র্যান্ট ডে’ হিসাবে পালিত হয়।
উল্লেখ্য, ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর নিউইর্য়কের ২৯তম সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাতৃভাষা বাংলায় ভাষণ দেন। এ অধিবেশনে সভাপতিত্ব করেন আলজেরিয়ার মুক্তি সংগ্রামের নেতা আবদেল আজিজ বুতেফ্লিকা।
বাসস/কেসি/২১১৮/কেএমকে