বঙ্গবন্ধু জাতীয় নারী হ্যান্ডবলের শিরোপা অক্ষুন্ন রাখল আনসার

200

ঢাকা, ২১ জানুয়ারি ২০২০ (বাসস): বঙ্গবন্ধু জাতীয় নারী হ্যান্ডবলে শিরোপা অক্ষুন্ন রেখেছে বাংলাদেশ আনসার। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন শহীদ (ক্যাপ্টেন) এম. এনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আজ বিজেএমসিকে ৩৩-২৫ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখে তারা।
প্রথমার্ধে বিজয়ী দল ১৬-১১ গোলে এগিয়ে ছিল। আনসারের পক্ষে খাদিজা ১১টি গোল করেন এবং বিজেএমসির পক্ষে সর্বাধিক ৮ গোল করেছেন শিল্পী আকতার।
এর আগে স্থান নির্ধারনী ম্যাচে জামালপুর জেলা ক্রীড়া সংস্থা ৩৫-১৯ গোলে নওগাঁ জেলা ক্রীড়া সংস্থাকে হারিয়ে ৩য় স্থান অর্জন করে। বিজয়ী দল প্রথমার্ধে ১৭-০৯ গোলে এগিয়ে ছিল।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন আনসারের আলপনা আক্তার।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি এ.কে.এম নুরুল ফজল বুলবুলের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংক লি: এর হেড কর্পোরেট অ্যাফেয়ার্স এন্ড ব্র্যান্ডিং ডিভিশন-এর সহ-সভাপতি সঞ্জীব চ্যাটার্জি।
ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মো: নুরুল ইসলাম ও সম্পাদক সালাউদ্দিন আহম্মেদ এ সময় উপস্থিত ছিলেন।