বাসস বিদেশ-৪ : লন্ডনে বিনিয়োগ শীর্ষ সম্মেলনে বরিসের যোগদান

123

বাসস বিদেশ-৪
যুক্তরাজ্য-আফ্রিকা-সম্মেলন- বিনিয়োগ-কুটনীতি
লন্ডনে বিনিয়োগ শীর্ষ সম্মেলনে বরিসের যোগদান
লন্ডন, ২০ জানুয়ারি, ২০২০ (বাসস ডেস্ক) : যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন সোমবার বিনিয়োগ শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন। সম্মেলনে তিনি ১৬ জন আফ্রিকান নেতার সঙ্গে মিলিত হচ্ছেন। একে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হওয়ার পর নতুন বাণিজ্যিক অংশীদার খোঁজার উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
কয়েক দশকের সম্পৃক্ততা শেষে ইইউ থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাওয়ার আর মাত্র দুসপ্তাহেরও কম সময় বাকী। এ সময়েই লন্ডনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ইউকে-আফ্রিকা ইনভেস্টমেন্ট সাম্মিট।
এর আগে সাবেক প্রধানমন্ত্রী থেরেসা মে ২০১৮ সালে আফ্রিকার সাব-সাহারার দেশগুলি সফর করেন। যা ছিল পাঁচ বছরের মধ্যে যুক্তরাজ্যের কোনো নেতার প্রথম আফ্রিকা সফর।
মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি ও কেনিয়ার উহুরু কেনিয়াতাসহ ২১ টি দেশের ১৬ জন নেতা সম্মেলনে উপস্থিত থাকছেন।
নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি এবং ঘানার নেতা নানা আকুফো- আড্ডোও সম্মেলনে অংশ নিচ্ছেন।
ডাউনিং স্ট্রিট বলেছে, জনসন আফ্রিকান নেতা ও বড় কোম্পানীর নির্বাহীগণকে ব্রিটেনকে তাদের বিনিয়োগ অংশীদার করার প্রস্তাব করবেন।
বাসস/অনু-জেজেড/১৪৫০/জুনা