বাসস দেশ-২৪ : ডিএমপি’র নতুন ৫০তম হাতিরঝিল থানার যাত্রা শুরু

643

বাসস দেশ-২৪
হাতিরঝিল থানা-উদ্বোধন
ডিএমপি’র নতুন ৫০তম হাতিরঝিল থানার যাত্রা শুরু
ঢাকা, ৭ জুলাই ২০১৮ (বাসস) : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৫০তম থানা হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো হাতিরঝিল থানা।
আজ শনিবার বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে ফিতা ও কেক কেটে এবং বেলুন ও পায়রা উড়িয়ে থানার কার্যক্রম উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দীন ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। সভায় সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
ডিএমপি সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের ৬ষ্ঠ তম থানা হলো হাতিরঝিল থানা। হাতিরঝিল পুরো এলাকাসহ রমনা, তেজগাঁও শিল্পাঞ্চল ও রামপুরা থানার কিছু অংশ নিয়ে গঠিত হয়েছে নতুন হাতিরঝিল থানা ।
হাতিরঝিল থানার আওতাভুক্ত এলাকা হচ্ছে রাজধানীর বাংলামটরের একাংশ, ইস্কাটনের একাংশ, মগবাজার, মালিবাগ চৌধুরী পাড়ার একাংশ, পশ্চিম রামপুরা, উলন, নয়াটোলা, মধুবাগ, মীরবাগ, মহানগর আবাসিক এলাকা, হাতিরঝিল, বাড্ডা লিংক রোড, আবুল হোসেন রোড, ওয়াপদা রোড, ওয়্যারলেস মোড়ের একাংশ, পেয়ারাবাগ, দিলুরোড, মালিবাগ রেল ক্রসিং, হাজিপাড়া, হোটেল সোনারগাঁও, হাতিরঝিল প্রজেক্ট, পুলিশ প্লাজা এলাকার একাংশ। নবগঠিত হাতিরঝিল থানার বর্তমান ঠিকানা ৩৫৬ মধুবাগ, মগবাজার।
বাসস/সবি/এমএমবি/২২৫০/শহক