বর্তমান সরকার দেশে সর্বপ্রথম ইবতেদায়ি স্তরে শিক্ষাবৃত্তি চালু করেছে : প্রতিমন্ত্রী রাঙ্গাঁ

714

রংপুর, ২৭ মার্চ, ২০১৮ (বাসস) : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশে সর্বপ্রথম মাদ্রাসা শিক্ষাক্ষেত্রে ইবতেদায়ি স্তরে শিক্ষাবৃত্তি চালু করেছে।
আজ মঙ্গলবার জেলার গংগাচড়া উপজেলায় ইয়াউল এহ-ইয়া উলুম হাফেজিয়া মাদ্রাসা আয়োজিত মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী রাঙ্গাঁ বলেন, বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষাকে আধুনিক ও কর্মমুখী করতে বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। মাদ্রাসা শিক্ষকদের স্পোকেন অ্যারাবিক বিষয়ে প্রশিক্ষণ প্রদানের জন্য প্রশিক্ষণ ম্যানুয়েল তৈরি করা হয়েছে। এ কার্যক্রমের আওতায় মাঠপর্যায়ে ১০ হাজার শিক্ষককে প্রশিক্ষণ প্রদান করা হবে। এসময় তিনি মাদ্রাসাটির সার্বিক উন্নয়নের ঘোষণা দিয়ে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদেরকে সম্মিলিতভাবে এর ঐতিহ্য ধরে রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।