বাসস ক্রীড়া-২২ : মাশরাফিকে স্যালুট মাহমুদুল্লাহর

238

বাসস ক্রীড়া-২২
ক্রিকেট-বঙ্গবন্ধু বিপিএল-মাহমুদুল্লাহ
মাশরাফিকে স্যালুট মাহমুদুল্লাহর
ঢাকা, ১৩ জানুয়ারি ২০২০ (বাসস) : বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার অবসর নিয়ে প্রশ্ন শুনতে হলো জাতীয় দলের অন্যতম ভরসার প্রতীক মাহমুদুল্লাহ রিয়াদকে। তবে মাহমুদুল্লাহ মনে করেন, এটি সম্পূর্ণ মাশরাফির ব্যক্তিগত বিষয়। পাশাপাশি মাশরাফির ক্রিকেট ক্যারিয়ারের জন্য তাকে স্যালুটও জানিয়েছেন মাহমুদুল্লাহ।
আজ বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে ঢাকা প্লাটুনের বিপক্ষে এলিমিনেটর ম্যাচ শেষে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক মাহমুদুল্লাহ বলেন, ‘আমি মনে করি, এটা (অবসর) পুরোপুরি মাশরাফি ভাইয়ের সিদ্ধান্ত। আমি এ বিষয়ে কিছু বলতে চাচ্ছি না। কারণ এটা পুরোপুরি তার ব্যক্তিগত ব্যাপার। তার সাথে এ নিয়ে কথাও হয়েছে। তবে বিশ্বাসে একটা ব্যাপার আছে। তাই উনাকে না বলে এ বিষয়ে কিছু জানানো ঠিক হবে না। তবে যাই হোক এটা পুরোপুরি তার নিজের সিদ্ধান্ত।’
এদিকে, গতকাল বিসিবি’র কার্যনির্বাহী সভায় ক্রিকেটারদের তিন ফরম্যাটে ম্যাচ ফি বাড়ানো হয়। মাশরাফির মত এটিকে ভালো সিদ্ধান্ত বলে অভিমত ব্যক্ত করলেন মাহমুদুল্লাহ, ‘আমি মনে করি এটা খুবই ইতিবাচক একটি সিদ্বান্ত। এ সিদ্ধান্ত নেয়ায় বোর্ডকেও ধন্যবাদ। টেস্ট ক্রিকেটের প্রতি সবারই আগ্রহ আরও বাড়বে। যেহেতু এটাই আমাদের রুটি-রুজি, আমাদের পারিশ্রমিক এখান থেকেই পাই, তাই ছেলেরা এতে আরও উৎসাহ পাবে। তাই আমি এ সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি।’
বোর্ডের নতুন চুক্তিতে জাতীয় দলের ক্রিকেটাররা প্রতি টেস্টের জন্য ম্যাচ ফি বাবদ ৬ লাখ টাকা, প্রতি ওয়ানডের জন্য ৩ লাখ টাকা এবং প্রতি টি-২০র জন্য ২ লাখ টাকা পাবেন। সর্বশেষ বেতন কাঠামোতে ম্যাচ ফি ছিলো- টেস্ট ম্যাচে সাড়ে ৩ লাখ, ওয়ানডেতে ২ লাখ ও টি-২০ ১ লাখ ২৫ হাজার টাকা।
বাসস/এএসজি/এএমটি/২১২০/স্বব