বাসস রাষ্ট্রপতি-১ : স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি

513

বাসস রাষ্ট্রপতি-১
হামিদ-স্বাস্থ্যপরীক্ষা
স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি
ঢাকা, ৭ জুলাই, ২০১৮ (বাসস) : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য আজ লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। আজ বেলা ১১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন।
রাষ্ট্রপতির সহকারি প্রেস সচিব (এপিএস) ইমরানুল হাসান বাসসকে জানান ‘রাষ্ট্রপতিকে
বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট আজ সকাল ১০টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।’
আবদুল হামিদ লন্ডনের মোরিফেল্ডস আই হাসপাতাল এবং বুপা ক্রমওয়েল হাসপাতালে চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা করবেন।
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ও পররাষ্ট্রমন্ত্রী
এ এইচ মাহমুদ আলী বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান। মন্ত্রিপরিষদ সচিব,
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, পররাষ্ট্র সচিব, কূটনৈতিক কোরের ডিন, ভ্যাটিকানের রাষ্ট্রদূত, ঢাকার ব্রিটিশ হাই কমিশনার, তিন বাহিনীর প্রধানগণ, পুলিশের আইজিসহ সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
‘রাষ্ট্রপতি আগামী ১৫ জুলাই, দেশে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে’- এপিএস জানান।
বাসস/এসআইআর/১৭৫৫/-আরজি