ওমানের মরহুম সুলতান বাংলাদেশের ‘প্রকৃত বন্ধু’ ছিলেন : প্রধানমন্ত্রী

705

ঢাকা, ১১ জানুয়ারি, ২০২০ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ওমানের সুলতান কাবুস বিন সাইদ আলসাইদের ইন্তেকালে গভীর দুঃখ ও শোক প্রকাশ করে বলেছেন, তিনি বাংলাদেশের একজন ‘প্রকৃত বন্ধু’ ছিলেন।
এক শোক বার্তায় তিনি বলেন, ‘সুলতান কাবুস বিন সাইদের শাসনকালে বাংলাদেশ এবং ওমানের মধ্যেকার সম্পর্ক বাংলাদেশ এবং ওমানের জনগণের পারস্পরিক কল্যাণের লক্ষ্যে বিকশিত হয়েছে।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ বি এম সারওয়ার-ই-আলম সরকার জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বার্তায় আরো উল্লেখ করেছেন যে, সুলতান কাবুস বিন সাইদ অঞ্চলে ‘শান্তি ও নিরাপত্তার’ প্রতীক ছিলেন। তিনি মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে অর্থপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলতেন।
প্রধানমন্ত্রী বিগত পাঁচ দশক ধরে তাঁর দেশের জন্য নিবেদিত সেবার সঙ্গে সুলতানের মহান নেতৃত্বের কথা স্মরণ করেন।
শেখ হাসিনা আরো বলেন, ওমানের তেল সম্পদ কাজে লাগিয়ে উপসাগরীয় স্বল্প জনসংখ্যার দেশটিকে তাদের নাগরিকদের জন্য উচ্চমানসহ একটি ধনী দেশে পরিণত করার কৃতিত্ব মরহুম সুলতানের।
প্রধানমন্ত্রী বলেন, সুলতান কাবুস সামাজিক, অর্থনৈতিক, শিক্ষা, সাংস্কৃতিক সংস্কার এবং নারীর ক্ষতায়নসহ ওমানকে সারাবিশ্বের কাছে উন্মুক্ত করে দেয়ার মাধ্যমে ‘ওমানী রেনেসাঁ’র সূচনা করার অগ্রদূত হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।
তিনি আরো উল্লেখ করেন, সুলতানের আকস্মিক ইন্তেকাল ওমান সুলতানাতের জন্য একটি অপূরণীয় ক্ষতি।
শেখ হাসিনা মরহুমের রূহের মাগফেরাত কামনা করেনএবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সুলতান কাবুস আরব বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময়ের শাসক। তিনি শুক্রবার ৭৯ বছর বয়সে ইন্তেকাল করেন।