অমরজ্যোতি বিশেষায়িত স্কুলের শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান

320

ঢাকা, ১১ জানুয়ারি, ২০২০ (বাসস) : প্রতিবন্ধী বিষয়ক সংগঠন ‘ধারা’ পরিচালিত ‘অমরজ্যোতি বিশেষায়িত স্কুলের‘ শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে।
‘আমরা ৮৪ সমিতি‘র পক্ষে আজ দুপুরে রাজধানীর ভাটারাতে অবস্থিত স্কুলটির কর্তৃপক্ষের কাছে শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ইতিহাস বিভাগের ১৯৮৪ সালের মাস্টারস শিক্ষার্থীদের সংগঠন ‘আমরা ৮৪ সমিতি’।
সমিতির সাধারণ সম্পাদক ইনামুল ইসলাম কাফির নেতৃত্বে সদস্য অরিজিত চৌধুরী, বিদ্যুত কুমার ঘোষ ও খায়রুজ্জামান কামাল এসময় উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি ছিলেন অস্ট্রেলিয়ার বিসব্রনের বিশেষ এডুকেশনের শিক্ষক শরমিলা বোস।
স্কুলের পক্ষে সামগ্রী গ্রহণ করেন স্কুলের হেড রাবেয়া ইয়াসমীন ও উপ-পরিচালক এম হারুন।