বাসস দেশ-১৬ : মেননকে দেখতে হাসপাতালে গেলেন মোহাম্মদ নাসিম

683

বাসস দেশ-১৬
মেনন-নাসিম
মেননকে দেখতে হাসপাতালে গেলেন মোহাম্মদ নাসিম
ঢাকা, ৬ জুলাই, ২০১৮ (বাসস) : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন সমাজকল্যাণমন্ত্রী এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের খোঁজ-খবর নিয়েছেন।
আজ শুক্রবার সন্ধ্যায় মোহাম্মদ নাসিম রাজধানীর স্কায়ার হাসপাতালে চিকিৎসাধীন রাশেদ খান মেননকে দেখতে যান।
এ সময়ে স্বাস্থ্যমন্ত্রী তার চিকিৎসার খোঁজ-খবর নেন এবং ডাক্তারদের সঙ্গে চিকিৎসার বিষয়ে কথা বলেন।
এ সময়ে আওয়ামী লীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল উপস্থিত ছিলেন।
বৃহষ্পতিবার সকালে প্রাতঃভ্রমণের সময় পিচ্ছিল রাস্তায় পড়ে গিয়ে আহত হন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। এতে তার হীপ জয়েনে প্রচন্ড আঘাত লাগে। স্কয়ার হাসপাতালেনেয়া হয়। এক্সরে করালে তার বা পায়ের হীপ জয়েনের হাড় ভেঙে গেছে বলে চিকিৎসকরা জানান।
বাসস/বিকেডি/২০৩০/-কেজিএ