বাসস দেশ-৩৮ : নূর হোসেন ও তার তিন সহযোগীর বিরুদ্ধে সাত মামলায় সাক্ষ্য গ্রহণ

456

বাসস দেশ-৩৮
নূর হোসেন-সাক্ষ্য
নূর হোসেন ও তার তিন সহযোগীর বিরুদ্ধে সাত মামলায় সাক্ষ্য গ্রহণ
নারায়ণগঞ্জ, ৫ জানুয়ারী, ২০২০ (বাসস) : নারায়ণগঞ্জের সাত খুন মামলার ফাঁসির দন্ডাদেশপ্রাপ্ত আসামী নূর হোসেন ও তার তিনজন সহযোগীর বিরুদ্ধে দায়ের করা সাত মামলার ৫জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
সাক্ষ্য গ্রহণের জন্য রোববার সকালে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ রাজিয়া সুলতানের আদালতে নূর হোসেনকে হাজির করা হয়। তবে ওই মামলায় অন্য আসামীরা অনুপস্থিত ছিলেন। শুধুমাত্র নূর হোসেনের উপস্থিতিতেই আদালত পাঁচজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।
এর আগে নূর হোসেনকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জ জেলা আদালতে আনা হয়। আদালতপাড়ায় এ কারণে নিরাপত্তা জোরদার করা হয়েছিলো।
নারায়ণগঞ্জ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) এ্যাডভোকেট জাসমিন আহমেদ জানান, সিদ্ধিরগঞ্জ থানায় দায়েরকৃত অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ ৭টি মামলায় নূর হোসেন ও তার তিন সহযোগীর বিরুদ্ধে ৫ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আদালত পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ৯ ফেব্রুয়ারি ধার্য করেছেন।
বাসস/সংবাদদাতা/এমএমবি/২০২০/শআ