বাসস দেশ-৪৪ : নদীমাতৃক বাংলাদেশের ফেরি সার্ভিস বন্ধ হবে না : নৌপরিবহন প্রতিমন্ত্রী

446

বাসস দেশ-৪৪
খালিদ- অভিষেক
নদীমাতৃক বাংলাদেশের ফেরি সার্ভিস বন্ধ হবে না : নৌপরিবহন প্রতিমন্ত্রী
ঢাকা, ২ জানুয়ারি, ২০২০ (বাসস) : নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, নদীমাতৃক বাংলাদেশের ফেরি সার্ভিস বন্ধ হবে না। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) কার্যক্রম আরো আধুনিক করা হবে। বিআইডব্লিউটিসি’র সর্বাত্মক সেবা দেয়ার চেষ্টা অব্যাহত রাখতে হবে। সেবার মাধ্যমে বিআইডব্লিউটিসিকে বাংলাদেশের সবচেয়ে ভাল সেবাপ্রদানকারি প্রতিষ্ঠানে পরিণত করতে হবে।
আজ ঢাকায় ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এর মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে বিআইডব্লিউটিসি অফিসার্স এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যকরি পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসোসিয়েশনের সভাপতি এস এম আশিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোঃ আবদুস সামাদ, বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান খাজা মিয়া ও এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম মোতাহার হোসেন প্রমূখ।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বিআইডব্লিউটিসি’র কর্মকর্তা-কর্মচারিরা হাসিমুখে মানুষের সেবা করে যাচ্ছে। নিরলস পরিশ্রম করছে। ফেরিতে বিআইডব্লিউটিসি’র লোকজন ২৪ ঘন্টা কাজ করছে। বিআইডব্লিউটিসি’র কর্মকর্তা-কর্মচারিদের হতাশ হওয়ার কিছু নেই, তাদের চাহিদা পূরণে সরকার সজাগ থাকবে। বিআইডব্লিউটিসিতে নতুন নতুন ফেরি ও জাহাজ যুক্ত হচ্ছে। বিআইডব্লিউটিসির সেবা আরো বাড়াতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার সরকার শোষক নয়, সেবক হিসেবে কাজ করছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন শ্রেষ্ঠ সেবক; মানবতার জননী। মানুষের প্রতি তাঁর ভালবাসা, দেশপ্রেম ও দায়িত্ববোধ অতুলনীয়। দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে দেশের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে, দেশ আরো আধুনিক হবে। দেশের মানুষের চাহিদা পূরণের সক্ষমতা সরকারের রয়েছে।
বাসস/সবি/এমএআর/২২০৫/-স্বব