কাল ‘বঙ্গবন্ধু’ বিপিএলের সিলেট পর্ব শুরু

367

সিলেট, ১ জানুয়ারি, ২০২০ (বাসস) : ঢাকা-চট্টগ্রাম-ঢাকা পর্ব শেষে কাল থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সিলেট পর্ব। আগামীকাল থেকে ৪ জানুয়ারি পর্যন্ত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত শুরু হবে ‘বঙ্গবন্ধু’ বিপিএলের ব্যাট-বলের লড়াই। ২ থেকে ৪ জানুয়ারি, এই তিনদিনে সিলেটে মোট ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
সিলেট পর্বের খেলা সুস্ঠুভাবে ও নিরাপত্তা নিশ্চিত করতে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছে সিলেট মহানগর পুলিশ(এসএমপি)। টুর্নামেন্ট উপলক্ষে গতকাল আইনশৃংখলা বিষয়ক একটি সভা অনুষ্ঠিত হয়।
এখন পর্যন্ত ‘বঙ্গবন্ধু’ বিপিএলের ২৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ৯ খেলায় ৬ জয় ও ৩ হারে ১২ পয়েন্ট নিয়ে এককভাবে টেবিলের শীর্ষে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সমান ১০ পয়েন্ট নিয়ে পরের তিনটি স্থানে রয়েছে খুলনা টাইগার্স-ঢাকা প্লাটুন ও রাজশাহী রয়্যালস।
‘বঙ্গবন্ধু’ বিপিএলের সিলেট পর্বের সূচি :
তারিখ সময় ম্যাচ ভেন্যু
২ জানুয়ারি ২০২০ দুপুর ১টা ৩০ মিনিট রাজশাহী রয়্যালস-রংপুর রেঞ্জার্স সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
২ জানুয়ারি ২০২০ সন্ধ্যা ৬টা ৩০ মিনিট সিলেট থান্ডার-কুমিল্লা ওয়ারিয়র্স সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
৩ জানুয়ারি ২০২০ দুপুর ২টা ঢাকা প্লাটুন-খুলনা টাইগার্স সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
৩ জানুয়ারি ২০২০ সন্ধ্যা ৭টা সিলেট থান্ডার-রংপুর রেঞ্জার্স সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
৪ জানুয়ারি ২০২০ দুপুর ১টা ৩০ মিনিট চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-খুলনা টাইগার্স সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
৪ জানুয়ারি ২০২০ সন্ধ্যা ৬টা ৩০ মিনিট সিলেট থান্ডার-রাজশাহী রয়্যালস সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

‘বঙ্গবন্ধু’ বিপিএলের বর্তমান পয়েন্ট টেবিল :
দল ম্যাচ জয় হার পয়েন্ট
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৯ ৬ ৩ ১২
খুলনা টাইগার্স ৭ ৫ ২ ১০
ঢাকা প্লাটুন ৮ ৫ ৩ ১০
রাজশাহী রয়্যালস ৮ ৫ ৩ ১০
কুমিল্লা ওয়ারিয়র্স ৮ ৩ ৫ ৬
রংপুর রেঞ্জার্স ৮ ৩ ৫ ৬
সিলেট থান্ডার ৮ ১ ৭ ২