ভোলায় ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত ৬ হাজার ৩শ’ কৃষক বীজ, সার ও নগদ অর্থ পাবে

746

ভোলা, ১ জানুয়ারি, ২০২০ (বাসস) : ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত জেলার ৭ উপজেলায় ৬ হাজার ৩শ’ কৃষকের মাঝে উন্নত জাতের বীজ, সার ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হবে। কৃষি বিভাগের উদ্যোগে ভ’ট্রার জন্য ৩২শ’ কৃষক, শীতকালীন সবজির জন্য ৩ হাজার ও মুগডালে ১৩শ’ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় এসব সহায়তা পাবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিনয় কৃষœ দেবনাথ আজ বাসস’কে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভূট্টার জন্য ৩২শ’ কৃষকের মধ্যে প্রত্যেককে ২ কেজি করে উন্নত বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেয়া হবে। শীতকালীন সবজি’র জন্য (লাল শাক, ঝিঙ্গা, করলা, বেগুন, মিষ্টি কুমড়া) এক প্যকেট করে বীজ ও নগদ ৫’শ টাকা বিতরণ করা হবে। এছাড়া মুগডালের জন্য ৫ কেজি করে বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেয়া হবে।
উপ-পরিচালক আরো জানান, এসব কৃষি সহায়তার মাধ্যমে কৃষকরা তাদের লোসকান পুষিয়ে লাভবান হবেন।
চলতি মাসের প্রথম দিকেই কৃষকদের মাঝে এসব বিতরণ করা হবে বলে জানান তিনি।