বাসস দেশ-৩২ : বরেণ্য শিল্পীদের নামে স্মারক গ্রন্থ প্রকাশের উদ্যোগ নেয়া হবে : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

675

বাসস দেশ-৩২
সংস্কৃতিমন্ত্রী-অজয়
বরেণ্য শিল্পীদের নামে স্মারক গ্রন্থ প্রকাশের উদ্যোগ নেয়া হবে : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
ঢাকা, ৫ জুলাই, ২০১৮(বাসস) : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, তার মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশের বরেণ্য শিল্পীদের তালিকা তৈরি করে তাদের নামে পর্যায়ক্রমে স্মারক গ্রন্থ প্রকাশের ব্যবস্থা করা হবে।
এ লক্ষ্যে একটি প্রকল্প গ্রহণ করা হবে উল্লেখ করে তিনি বলেন, তাছাড়া শিল্পকলা একাডেমির মাধ্যমে নিয়মিত বরেণ্য শিল্পীদের জন্মোৎসব পালনের পরিকল্পনাও রয়েছে।
আজ রাতে রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে শিল্পী অজিত রায়ের ৮০তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় অভ্যুদয় সঙ্গীত অঙ্গনের আয়োজনে ‘তুমি আমার অহংকার’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান নূর বলেন, আমি অজিত রায়কে চারণশিল্পী হিসেবে অভিহিত করব। কেননা, তিনি আদমজী জুটমিল ও খুলনার খালিশপুরসহ দেশের বিভিন্ন স্থানে শ্রমিকদের সামনে গান গাইতেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এবং বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রবীণ সাংবাদিক কামাল লোহানী।
বাসস/সবি/এমএআর/২২১০/এইচএন