রেলের জমি থেকে ৬ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

288

চট্টগ্রাম, ৩০ ডিসেম্বর ২০১৯ (বাসস) : চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ এলাকায় অভিযান চালিয়ে আজ সোমবার ছয় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে পূর্বাঞ্চল রেলওয়ে। রেলওয়ে ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. মাহবুবুল করিমের নেতৃত্বে সকাল ১০টা থেকে অভিযান শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত অভিযান চলে।
অভিযান পরিচালনাকারী দলের প্রধান মাহবুবুল করিম বাসসকে বলেন, বিজয়ের মাস হওয়ায় আমাদের উদ্ধার অভিযান শিথিল ছিল। আজ থেকে পুরোদমে অভিযান শুরু হলো। রেলের জমিতে কোনো অবৈধ দখলদারের আর থাকার সুযোগ নেই। আমরা প্রতিটি ইঞ্চি জমি উদ্ধার করবো। আজ অভিযানের শুরুতে অনেকে বাধা দিতে এসেছিল। কেউ কেউ কাগজপত্রও দেখানোর চেষ্টা করেছেন। কিন্তু এসবই নকল কাগজ।
জানা গেছে, টানা সাত ঘণ্টার এ অভিযানে রেলওয়ের পাঁচ একর জমি অবৈধ দখলমুক্ত করা হয়েছে। এসব স্থানে মার্কেট, বস্তিসহ বিভিন্ন স্থাপনা গড়ে তোলা হয়েছিল। অভিযানে রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও আকবর শাহ থানা পুলিশ সহায়তা করে।