বাসস দেশ-৩৩ : চীনা নাগরিক হত্যায় দুই নিরাপত্তা কর্মীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি

427

বাসস দেশ-৩৩
চীনা নাগরিক হত্যা-জবানবন্দি
চীনা নাগরিক হত্যায় দুই নিরাপত্তা কর্মীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি
ঢাকা, ২৩ ডিসেম্বর, ২০১৯(বাসস) : রাজধানীর বনানীতে চীনা নাগরিক গাউজিয়ান হুইকে (৪৩) হত্যার দায় স্বীকার করে ওই বাসার দুই নিরাপত্তাকর্মী আব্দুর রউফ ও এনামুল আদালতে জবানবন্দি দিয়েছেন।
সোমবার চার দিনের রিমান্ড শেষে তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এসময় ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় তাদের জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফজলুল হক।
আবেদনের প্রেক্ষিতে জবানবন্দি রেকর্ড শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
আদালতের বনানী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক রকিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত বুধবার আব্দুর রউফ ও এনামুলকে ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১৭ ডিসেম্বর মঙ্গলবার তাদের দুজনকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে এক লাখ ১৯ হাজার টাকা উদ্ধার করা হয়।
১১ ডিসেম্বর সকালে বনানী থেকে চীনা নাগরিক গাউজিয়ান হুই (৪৩) মরদেহ উদ্ধার করে পুলিশ।
বাসস/সংবাদদাতা/এমএমবি/২১০০/-এএএ