মেহেরপুরে শোক থেকে শক্তি অদম্য পদযাত্রা

773

মেহেরপুর, ২৬ মার্চ ২০১৮ (বাসস) : এবারই প্রথমবারের মতো ঢাকার বাইরে মেহেরপুরে মুক্তিযুদ্ধে জাদুঘরের সহায়তায় ‘শোক থেকে শক্তি : অদম্য পদযাত্রা’ হলো। আজ সোমবার সকাল ৮টায় কলেজ মোড়ে স্থানীয় গণকবর থেকে মুজিবনগরের উদ্দেশ্যে পদযাত্রা বের হয়। স্বাধীনতা দিবসের সকালে ঢাকার আদলে গণকবরের শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে এবং জাতীয় সঙ্গীত গেয়ে পদযাত্রা শুরু হয়।
মেহেরপুর গণকবর থেকে মুজিবগর পর্যন্ত ১৫ কিলোমিটার পথ হেঁটে বাংলাদেশের প্রথম সরকারের শপথ নেয়া স্থানে মুজিবনগর স্মৃতিসৌধে শপথের মাধ্যমে কর্মসূচি শেষ হবে। পদযাত্রায় নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী নারী নিশাত মজুমদার। মুজিবনগর স্মৃতিসৌধে শপথবাক্য পাঠ করাবেন অভিযাত্রীর অন্যতম সংগঠক নিশাত মজুমদার।
তিনি জানিয়েছেন, যে কেউ প্রতীকী এক মাইল হেঁটে এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের সহায়তায় সাধ্য অনুযায়ী অনুদান প্রদান করতে পারবেন।
অরণি থিয়েটার, মেহেরপুর জেলা প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন পদযাত্রায় অংশ নিয়েছেন।