বাসস ক্রীড়া-১১ : হারের বৃত্ত থেকে বের হবার লক্ষ্যে কাল চট্টগ্রামের মুখোমুখি হচ্ছে রংপুর

223

বাসস ক্রীড়া-১১
ক্রিকেট-বঙ্গবন্ধু বিপিএল
হারের বৃত্ত থেকে বের হবার লক্ষ্যে কাল চট্টগ্রামের মুখোমুখি হচ্ছে রংপুর
চট্টগ্রাম, ২০ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে টানা চার ম্যাচ হেরেছে রংপুর রেঞ্জার্স। হার যেন পিছু ছাড়ছে না তাদের। যেমনটা পারছে না সিলেট থান্ডারও। তারাও টানা চার ম্যাচ হেরেছে। তবে যত দ্রুত সম্ভব হারের বৃত্ত থেকে বের হতে চায় রংপুর। হারের বৃত্ত থেকে বের হবার জন্য আগামীকাল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে জয় চায় রংপুর। এমনটাই বললেন রংপুরের বাঁ-হাতি ব্যাটসম্যান ফজলে মাহমুদ।
আজ খুলনা টাইগার্সের কাছে ৮ উইকেটে হারের পর রংপুরের ফজলে বলেন, ‘আসলে হার কেন হচ্ছে, এর উত্তর তো আমরাও খুঁজছি যে এমন কেন? চেষ্টা করছি এই হারের বৃত্ত থেকে বের হওয়ার। দুর্ভাগ্যজনকভাবে হচ্ছে না। দেখি ইনশাল্লাহ সামনের ম্যাচগুলোতে জয়ের জন্য সর্বাত্মক চেষ্টা করবো।’
টিম কম্বিনেশনটা ঠিক-ঠাক হচ্ছে না বলেই হারের বৃত্ত থেকে বের হতে পারছেন না বলে মনে করেন ফজলে, ‘মনে হচ্ছে টিম কম্বিনেশনটা ভালোভাবে হচ্ছে না আমাদের। আমাদের বিদেশীদের সাথে আমরা যদি ভালো সমর্থন দিতে পারি। সেই সঙ্গে আমাদের বোলাররাও একটুও ছন্দে নেই। তাই একটা ভালো দিনের অপেক্ষায় আছি আমরা। অবশ্যই দেশি খেলোয়াড়রা আমরা তেমন কিছুই করতে পারছি না। আমার মনে হয়, দেশি-বিদেশি মিলিয়ে যে কম্বিনেশনটা দরকার সেটা হচ্ছে না।’
আজ রংপুরের পক্ষে ব্যাট হাতে ওপেনার মোহাম্মদ নাইম ৪৯ ও ফজলে ৪২ রান করেন। ৪০ রানে ৩ উইকেট পতনের পর নাইমের সাথে জুটি গড়ার চেষ্টা করেন ফজলে। তবে নাইম থাকলে আরও কিছু রান দলের স্কোরে জমা হতো বলে মনে করেন ফজলে, ‘নাইম থাকলে আরও কিছু রান হতো। পরে নবি ভাইরা এসে আরও মারতে পারতো। তাই মনে ২০/৩০টা রান কম হয়ে গেছে আমাদের।’
সবসময় টেনশন নিয়ে খেলতে নামেন পাইপলাইনে থাকা খেলোয়াড়রা, এমনটা মনে করেন ফজলে, ‘আজকে ৪০ আর একটা ম্যাচ খারাপ করলে ড্রপ পড়ে যেতে পারি, এমন একটা টেনশন থাকে পাইপপাইনের নিচে যারা আছে। তো এরা ধারাবাহিকভাবে যে খেলবে, আমি যে চারটা-পাঁচটা ম্যাচ খেলে ফেলব ওই রকম সুযোগ আমাদের খুব কম থাকে। তো আমাদের একটা টেনশন নিয়েই খেলতে হয় সবসময়। টেনশন বেশি কি আসলে, আমাদের যে জায়গায় সুযোগ পাওয়ার কথা, আমি যেহেতু টপ অর্ডার ব্যাটসম্যান তো আমি হয়তো আমার জায়গাটা পাচ্ছি না। তো আবার ওই জায়গাটায় গেলে দেখা যায় রান পাচ্ছি না। তো ম্যানেজমেন্টও ওই ভরসাটা পাচ্ছে না আমাকে দিয়ে টপ অর্ডারে খেলানো। তারা আমাকে ওইভাবেই রোটেশন করে খেলাচ্ছে। তো এই জন্য হয়তো পারফর্মটা হ্যাম্পার হয়েছে।’
চট্টগ্রামের বিপক্ষে আগামীকাল সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে খেলতে নামবে রংপুর।
বাসস/এএসজি/এএমটি/২০০০/-স্বব