বাসস ক্রীড়া-১৯ : আইপিএল নিলামে মুশফিক অবিক্রিত

419

বাসস ক্রীড়া-১৯
ক্রিকেট-আইপিএল
আইপিএল নিলামে মুশফিক অবিক্রিত
কলকাতা, ১৯ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-২০ ক্রিকেটের ২০২০ সালের আসরের নিলামে অবিক্রিতই থাকলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। নিলামের প্রথম দফায় মুশফিকের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।
আজ কলকাতার নিলামে মুশফিকের ভিত্তিমূল্য ছিলো ৭৫ লাখ রুপি। বাংলাদেশ থেকে আরও চার ক্রিকেটারকে রাখা হয়েছে নিলামের তালিকায়। অন্যরা হলেন- মুস্তাফিজুর রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান এবং সাইফউদ্দিন।
এরমধ্যে মুস্তাফিজের ভিত্তিমূল্য ধরা হয় ১ কোটি রুপি। মুশফিকের সাথে মাহমুদুল্লাহ’র ভিত্তিমূল্য ছিলো ৭৫ লাখ রুপি। সাব্বির ও সাইফউদ্দিনের ভিত্তিমূল্য ছিলো ৫০ লাখ রুপি।
তবে প্রথম দফায় সবচেয়ে বেশি পারিশ্রমিকে দল পেয়েছেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স। ১৫ কোটি ৫০ লাখ রুপিতে কামিন্সকে দলে নিয়েছেন কলকাতা নাইট রাইডার্স। আরেক অস্ট্রেলিয়ান গ্লেন ম্যাক্সওয়েলকে দলে নিতে ১০ কোটি ৭৫ লাখ রুপি খরচ করছে কিংস ইলেভেন পাঞ্জাব।
এছাড়া দক্ষিণ আফ্রিকার পেস অলরাউন্ডার ক্রিস মরিসকে ১০ কোটি রুপিতে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
চমক দেখিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের পেসার শেলডন কটরেলও। ৮ কোটি ৫০ লাখ রুপিতে কিংস ইলেভেন পাঞ্জাবে গেলেন কটরেল। ওয়েস্ট উইন্ডিজের বিধ্বংসী ব্যাটসম্যান শিমরন হেটমায়ারকে ৭ কোটি ৭৫ লাখ রুপিতে কিনে নেয় দিল্লি ক্যাপিটালস।
নিলামের প্রথম দফায় সর্বমোট ৩৩৮জন খেলোয়াড়ের নাম ছিলো।
বাসস/এএসজি/এএমটি/১৯৫৫/স্বব