বাসস রাষ্ট্রপতি-১ (দ্বিতীয় ও শেষ কিস্তি) : নিরাপত্তা ব্যবস্থায় অবশ্যই ভিভিআইপিদের জনসম্পৃক্ততা ক্ষতিগ্রস্ত করা যাবে না : রাষ্ট্রপতি

519

বাসস রাষ্ট্রপতি-১ (দ্বিতীয় ও শেষ কিস্তি)
আবদুল হামিদ-পিজিআর
নিরাপত্তা ব্যবস্থায় অবশ্যই ভিভিআইপিদের জনসম্পৃক্ততা ক্ষতিগ্রস্ত করা যাবে না : রাষ্ট্রপতি

তিনি বলেন, ‘সামরিক জীবনে দক্ষতা অর্জনে প্রশিক্ষণের কোন বিকল্প নেই। প্রশিক্ষণ সকলকে পেশাগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করতে সাহায্য করে এবং সর্বোপরি সহমর্মিতা ও আনুগত্য শেখায়। তাই আপনাদের নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।’
বৈশ্বিক নানা কারণে বিশ্বব্যাপী সন্ত্রাসী কার্যকলাপ ও জঙ্গি তৎপরতা বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, ‘সন্ত্রাস এখন আার কোনো একক দেশের সমস্যা নয়। এটি বৈশ্বিক সমস্যা। বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশের সাথে সাথে বিশ্ব জুড়ে সন্ত্রাস ও অপরাধের ধরনও পাল্টাচ্ছে।’
তিনি বলেন, ভিআইপিদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পিজিআরকেও যুগোপযোগী প্রশিক্ষণ গ্রহণসহ তথ্যপ্রযুক্তি ও কৌশলগত উৎকর্ষ অর্জন করতে হবে।
আবদুল হামিদ বলেন, ‘নিরাপত্তার ধরন হবে সর্বাত্মক, সমন্বিত ও নিñিদ্র।’
জাতির পক্ষ থেকে পিজিআর-এর ওপর অর্পিত দায়িত্ব গৌরবের বিষয় উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন যে, পিজিআর সদস্যরা এই বাহিনীর মর্যাদা ও মান সমুন্নত রাখবে এবং ইতিহাস ও অতীতের ঘটনাসমূহ থেকে শিক্ষা গ্রহণ করবে।
পরে পিজিআর-এর একটি চৌকস কন্টিজেন্ট রাষ্ট্রপতিকে অভিবাদন জানায়। এ সময় তিনি পিজিআর অফিসার ও জুনিয়র কমিশন্ড অফিসারগণের সঙ্গে কুশল বিনিময় করেন।
রাষ্ট্রপতি পরিদর্শন বইয়েও স্বাক্ষর করেন, কেক কাটেন এবং পিজিআর কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।
এর আগে রাষ্ট্রপতি পিজিআর সদর দফতরে পৌঁছলে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও পিজিআর কমান্ডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর হারুন তাকে স্বাগত জানান।
অনুষ্ঠানে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বাসস/এমআইআর/জেহক/১৯০৮/আহা/-আরজি