বাসস দেশ-১৬ : মহান বিজয় দিবস উপলক্ষে সেনা ও নৌ বাহিনীতে অনারারী কমিশন প্রদান

126

বাসস দেশ-১৬
বিজয়-দিবস-কমিশন
মহান বিজয় দিবস উপলক্ষে সেনা ও নৌ বাহিনীতে অনারারী কমিশন প্রদান
ঢাকা, ১৫ ডিসেম্বর, ২০১৯ (বাসস): সরকার মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীতে ১৯ জনকে অনারারী ক্যাপ্টেন ও ৩৪ জনকে অনারারী লেফটেন্যান্ট এবং নৌবাহিনীতে ২৩ জনকে মাষ্টার চীফ পেটী অফিসার (এমসিপিও) পদে পদোন্নতি দান করে অনারারী কমিশন প্রদান করেছেন। এ পদোন্নতি আগামীকাল ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হবে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার এ কথা জানানো হয়।
সেনাবাহিনীর অনারারী লেফটেন্যান্ট থেকে অনারারী ক্যাপ্টেন পদে উন্নীতদের মধ্যে রয়েছেন- অনারারী লেফটেন্যান্ট (গানার) মো. নজরুল ইসলাম, আর্টিলারি; অনারারী লেফটেন্যান্ট (ডিএমটি) মো. বাহার আলম, আর্টিলারি; অনারারী লেফটেন্যান্ট (ডিএমটি) মো. রেজাউল করিম, আর্টিলারি; অনারারী লেফটেন্যান্ট (টিএ) মো. লুৎফর রহমান, আর্টিলারি; অনারারী লেফটেন্যান্ট (ওয়াইঅবস) শরীফ গোলজার রহমান, সিগন্যাল; অনারারী লেফটেন্যান্ট (জিডি) মো. ইলিয়াস, ই বেংগল; অনারারী লেফটেন্যান্ট (জিডি) মো. আল মাসউদ, ই বেংগল; অনারারী লেফটেন্যান্ট (জিডি) মো. আবুল কালাম, এসপিপি, ই বেংগল; অনারারী লেফটেন্যান্ট (জিডি) মো. ইসমাইল, ই বেংগল; অনারারী লেফটেন্যান্ট (জিডি) মো: রফিকুল ইসলাম, এসজিপি, ই বেংগল; অনারারী লেফটেন্যান্ট (জিডি) মো: ইয়াকুব আলী, ই বেংগল; অনারারী লেফটেন্যান্ট (জিডি) শেখ রেজাউল কবীর, ই বেংগল; অনারারী লেফটেন্যান্ট (জিডি) কাজী জসিম উদ্দিন, বীর; অনারারী লেফটেন্যান্ট (জিডি) মো: ফারুক হোসেন খান, বীর; অনারারী লেফটেন্যান্ট (এসএমএস) মো: মিনারুল ইসলাম, এএসসি; অনারারী লেফটেন্যান্ট (এসএমএস) মোহাম্মদ হাদিছুর রহমান, এএসসি; অনারারী লেফটেন্যান্ট (এসএমএস) মো: আনোয়ার হোসেন, এএসসি; অনারারী লেফটেন্যান্ট (এ্যান্সিলারি) মো: মনিরুল ইসলাম, ইএমই এবং অনারারী লেফটেন্যান্ট এএ (এসি) মো: কায়কোবাদ ইসলাম, ইএমই।
সেনাবাহিনীর মাস্টার ওয়ারেন্ট অফিসার থেকে অনারারী লেফটেন্যান্ট পদে কমিশন প্রাপ্তরা হলেন- মাষ্টার ওয়ারেন্ট অফিসার (ওসিইউ) মো: জসিম উদ্দিন, আর্টিলারি; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (ডিএমটি) এম. মহিউদ্দিন খাঁন, আর্টিলারি; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (টিএ) মো: আবুল হোসেন খান, আর্টিলারি; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (ডিএমটি) মো: শহিদুল ইসলাম, বিএসপি, আর্টিলারি; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (গানার) মো: বশির উদ্দিন, আর্টিলারি; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (ওয়াইঅবএস) গাজী মোহাম্মদ মহসিন, সিগন্যাল; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (ওয়াইঅবএস) মো: মোহাম্মদ মোকলেছুর রহমান, সিগন্যাল; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (ওয়াইঅবএস) মো: ইউসুফ আলী, সিগন্যাল; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (ওয়াইঅবএস) মো: এমদাদুল হক, সিগন্যাল; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (করণিক) মো: আলী হোসেন, ই বেংগল; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো: জহিরুল ইসলাম ভূঞা, ই বেংগল; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো: দুলাল উদ্দিন, ই বেংগল; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো: এমদাদ হোসেন, ই বেংগল; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো: খন্দকার মো: শাহীন, ই বেংগল; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (ব্যান্ডসম্যান) মো: জিল্লাল শিকদার, ই বেংগল; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো: আজিজুল হক, ই বেংগল; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো: এ কে এম মজিবুর রহমান, ই বেংগল; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো: আক্তার হোসেন, এসজিপি, ই বেংগল; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) আবুল কালাম, বীর; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো: ইদ্রিস আলম, বীর; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো: আবু বক্কর ছিদ্দিক, বীর; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (এমটি) মোহাম্মদ কবীর হোসেন, এএসসি; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (এমটি) মো: আবদুর রহিম, এএসসি; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (এসএমএস), গাজী মোহাম্মদ এমাদুর রহমান, এএসসি; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (এসএমএস) মো: জামাল উদ্দিন, এএসসি; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (এমটি) মো: বেলায়েত হোসেন, এএসসি; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (এসএমটি) মতিয়ার রহমান মোল্লা, অর্ডন্যান্স; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (এএটিটি) মো: আনোয়ার হোসেন, ইএমই; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (এসএমটি) মো: আজাদ হোসেন, ইএমই; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (এএভেহি:) মল্লিক আব্দুর রহমান, ইএমই; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (এএভেহি:) মো: আলকাছ মিয়া, ইএমই; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো: মোজাম্মেল হক, সিএমপি; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (ড্রেসার) এসএম আবু দাউদ, আরভিএফসি এবং মাষ্টার ওয়ারেন্ট অফিসার (এইসি) সরদার গোলাম কিবরিয়া, এইসি।
এদিকে, নৌবাহিনীর মাষ্টার চীফ পেটি অফিসার (এমসিপিও) পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসার থেকে অনারারী সাব লেফটেন্যান্ট পদে কমিশন প্রাপ্তরা হলেন- ভোলা নাথ চন্দ্র, এমসিপিও (ই) পিসিজিএমএস; খোকন কুমার বিশ^াস, এমসিপিও (এস/ডব্লিউ); মোহাম্মদ রফিকুল ইসলাম, এমসিপিও (ই); মোহাম্মদ আবদুল বারী, এমসিপিও (এক্স) (কিউআরপি-১); মোহাম্মদ শাহজাহান কাজী, এমসিপিও (এক্স)(পিটি-১); মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের, এমসিপিও (এল); শচীন্দ্র নাথ মন্ডল, এমসিপিও (ই); প্রদ্যুৎ কুমার গোলদার, এমসিপিও (আর); মোহাম্মদ নুরুজ্জামান, এমসিপিও (ও/ই); মো: গোলাম নবী, এমসিপিও (এক্স)(জিএ-১); মোহাম্মদ নজরুল ইসলাম, এমসিপিও (এক্স)(জিআই); মোহাম্মদ সেলিম মিয়া, এমসিপিও(কম); মোহাম্মদ শামসুল হক, এমসিপিও (এক্স)(জিএ-১); মোহাম্মদ নুরুল ইসলাম, এমসিপিও, (এক্স)(এফসি-১), মোহাম্মদ মোজাম্মেল হক, এমসিপিও (এস); মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, এমসিপিও (রেগ); মোহাম্মদ আবু আলম মিয়া, এমসিপিও (ই); মোহাম্মদ আবদুল কুদ্দুস, এমসিপিও (এক্স)(সিডি-১), এনইউপি; মোহাম্মদ আবদুস সাত্তার সরকার, এমসিপিও (এক্স)(কিউএ-১); মো: জহির হোসেন চেীধুরী, এমসিপিও (এক্স)(কিউআরপি-১); মোহাম্মদ মহরম আলী, এমসিপিও (এক্স)(কিউএ-১); মোহাম্মদ আবুল হাসেম মিয়া, এমসিপিও (মেড)(আইসিএ) এবং মোহাম্মদ রুহুল আমিন, এমসিপিও (এস)।
বাসস/আইএসপিআর/এমএন/১৫২৬/-কেএআর