বাসস দেশ-২৪ : কুমিল্লাকে আধুনিক নগরী হিসেবে গড়ে তোলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী

446

বাসস দেশ-২৪
স্থানীয় সরকার মন্ত্রী-কুমিল্লা
কুমিল্লাকে আধুনিক নগরী হিসেবে গড়ে তোলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী
কুমিল্লা, ১৩ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, কুমিল্লাকে একটি আধুনিক নগরী হিসেবে গড়ে তোলা হবে।
আজ শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা সার্কিট হাউজে সিটি করপোরেশনের মেয়র, কাউন্সিলর, সিটি করর্পোরেশনের উধ্বর্তন কর্মকর্তাসহ বিভিন্ন দফতরের কর্মকর্তাদের উপস্থিতিতে তিনি একথা বলেন।
এ সময় কুমিল্লা এলজিআরডি’র নির্বাহী প্রকৌশলী খন্দকার আসাদুজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী খালেদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
তাজুল ইসলাম বলেন, কুমিল্লার রাস্তা-ঘাট, ড্রেনেজ ব্যবস্থাসহ সবকিছুতে পরিকল্পনামত কাজ করতে হবে। সারাদেশের বিভিন্ন সিটিকরপোরেশন, পৌরসভা থেকে প্রকল্প নিয়ে আসে, কিন্তু কুমিল্লা থেকে কোন পরিকল্পনা নিয়ে কেউ আসেনি। এটা খুব দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, কুমিল্লা সিটির জন্য উন্নয়ন করতে চাইলে সব প্রকল্পের জন্য মাস্টারপ্ল্যান লাগবে।
পানির স্তর নীচে নেমে যাওয়ায় পানিতে আর্সেনিকসহ নানা দূষণের কথা উল্লেখ করে তিনি বলেন, মেঘনা নদী থেকে পানি এনে তা সরবরাহ করার পরিকল্পনা রয়েছে।
খাল, বিল ময়লা আবর্জনায় ভরে যাওয়ার কথা উল্লেখ করে তিনি আরো বলেন, ময়লা আবর্জনা অপসারণে প্রকল্প গ্রহণ করতে হবে।
বাসস/সংবাদদাতা/এমএআর/২৩২৫/-স্বব