আরচ্যারির স্বর্ণ দিয়ে অস্টম দিনের শুরু

176

পোখারা (নেপাল), ৮ ডিসেম্বর ২০১৯ (বাসস): এসএ গেমসে আরচ্যারি থেকে সকালের সেশনে আরো তিনটি স্বর্ণ পদক যুক্ত হয়েছে বাংলাদেশ শিবিরে। ত্রয়োদশ এই গেমসে আজকের দিনের প্রথম স্বর্ণ পদকটি এসেছে পুরুষদের দলগত রিকার্ভ থেকে। ইভেন্টের ফাইনালে বাংলাদেশ শ্রীলংকাদলকে হারিয়ে স্বর্ণ পদক জয় করে। এটি ছিল সফরকারী বাংলাদেশ দলের অষ্টম স্বর্ণ পদক।
এরপর মেয়েদের রিকার্ভ দলগত ইভেন্ট থেকেও স্বর্ণ পদক জয় করেছে বাংলাদেশ। ওই ইভেন্টেও বাংলাদেশের প্রতিপক্ষ ছিল শ্রীলংকা। এদিন রিকার্ভ মিশ্র দলগত ইভেন্ট থেকে দেশের সংগ্রহশালায় যুক্ত হয় দশম স্বর্ণ পদক। ভুটানকে হারিয়ে এই স্বর্ণ পদকটি জয় করে বাংলাদেশের তীরন্দাজরা।
আজ গেমসের অস্টম দিনে আরো একটি সুখবর এনে দিয়েছে বাংলাদেশের নারী ক্রিকেটাররা। শক্তিশালী শ্রীলংকা নারী দলকে ২ রানে হারিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে বাংলাদেশ। ফলে আরো একটি স্বর্ণ পদক লাভ করে বাংলাদেশ। এই নিয়ে ৮ম দিনের সকালের সেশনে চারটি স্বর্ণ পদক পেয়েছে বাংলাদেশ। ফলে মোট ১১টি স্বর্ণ পদক যুক্ত হয়েছে বাংলাদেশের সংগ্রহশারায়।