বাজিস-১৪ : বান্দরবানে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ শুরু

525

বাজিস-১৪
বান্দরবান-পরিবার কল্যাণ
বান্দরবানে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ শুরু
ঢাকা, ৭ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : ‘পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি, কৈশোরকালীন মাতৃত্ব রোধ করি’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে এবং বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আজ জেলায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ শুরু হয়েছে।
এ উপলক্ষে আজ শনিবার সকালে বান্দরবান মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে এসে শেষ হয়।
পরে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সম্মেলনকক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বান্দরবানে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক ডা. অংচালু-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা।
অনুষ্ঠানে সদর উপজেলা চেয়ারম্যান এ.কে.এম জাহাঙ্গীর, ভাইস চেয়ারম্যান রাজু মং মার্মা ও মহিলা ভাইস চেয়ারম্যান য়ইসা প্রু মার্মা, সিভিল সার্জন ডা. অ সুই প্রু মারমা, অতিরিক্ত পুলিশ সুপার মো. মোবাশ্বের হোসেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক এমরান হোসেন চৌধুরী, ডিস্ট্রিক কনসালট্যান্ট ডা. মো. নুুরুস সাফা চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুল ইসলাম মনু প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/২১২০/-এমকে