বাসস দেশ-২৭ : বেগম জিয়ার জামিন শুনানিতে বিএনপি’র প্রতিক্রিয়ায় তথ্যমন্ত্রীর উদ্বেগ

605

বাসস দেশ-২৭
তথ্যমন্ত্রী-উদ্বেগ
বেগম জিয়ার জামিন শুনানিতে বিএনপি’র প্রতিক্রিয়ায় তথ্যমন্ত্রীর উদ্বেগ
চট্টগ্রাম, ৬ ডিসেম্বর ২০১৯ (বাসস) : তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ দেশের সর্বোচ্চ আদালতে বেগম জিয়ার জামিনের শুনানি নিয়ে বিএনপি পন্থী আইনজীবীদের প্রতিক্রিয়ায় উদ্বেগ প্রকাশ করে বলেছেন, বেগম জিয়ার জামিনের শুনানির আগেই যদি সর্বোচ্চ আদালত অবমাননার ঘটনা ঘটে, তা হলে জামিন হলে তারা কতটা অরাজকতা করবে তা সহজেই অনুমেয়। ‘দেশে আইনের শাসন বজায় রাখার স্বার্থে সর্বোচ্চ আদালত অবমাননাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি।’
আজ শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের জিইসি মোড়ে কে-স্কয়ার মিলনায়তনে টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন অব চট্টগ্রাম-এর যুগপূর্তি অনুষ্ঠানের শুরুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন শুনানি এক সপ্তাহ পেছানোতেই বিএনপি’র আইনজীবীদের হট্টগোলের কারণে দেশের প্রধান বিচারপতি এবং বিচারপতিবৃন্দকে এজলাস ছাড়তে হয়েছে। নজীরবিহীন এ ন্যাক্কারজনক ঘটনা শুধু নিন্দনীয়ই নয়, দেশের সামগ্রিক আইন-আদালতের প্রতি হুমকি ও সর্বোচ্চ আদালতকে অবজ্ঞা-অসম্মানের শামিল। তাই দেশে আইনের শাসন বজায় রাখার স্বার্থে এঘটনার জন্য দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়া আবশ্যক, বলেন তথ্যমন্ত্রী।
সেইসাথে শংকাপ্রকাশ করে ড. হাছান বলেন, বেগম জিয়ার জামিন হবে কি হবে না, সে বিষয়ে শুনানি পেছানোতেই যদি সর্বোচ্চ আদালত হট্টগোল হয়, জামিন হলে তারা জ্বালাও-পোড়াও করে কতটা অরাজকতা করবে, সেটি গভীর উদ্বেগের বিষয়।
বাসস/সবি/এমএআর/২১৩০/-কেজিএ