বাসস দেশ-৪৬ : টঙ্গী ও তুরাগে কারখানার আগুন নিয়ন্ত্রণে

473

বাসস দেশ-৪৬
আগুন-নিয়ন্ত্রণ
টঙ্গী ও তুরাগে কারখানার আগুন নিয়ন্ত্রণে
ঢাকা, ৫ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : রাজধানীর তুরাগের নয়ানগরের ওমর সাফারী ওয়াশিং কারখানা ও গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার বাদাম এলাকায় এ্যানন টেক্র গ্রুপের স্পিনিং কারখানায় সংঘটিত আগুন নিয়ন্ত্রণে এসেছে।
আজ বিকেল ৪টার দিকে টঙ্গীর বাদাম এলাকায় এ্যানন টেক্র গ্রুপের ইউনিট (দুই) স্পিনিং কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে।
রাত ৯টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের সাথে যোগাযোগ করা হলে ডিউটি অফিসার মো. কামরুল হাসান বাসসকে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, টঙ্গীর বাদামে এ্যানন টেক্র গ্রুপের রপ্তানীমুখি একটি স্পিনিং কারখানার আগুন আজ রাত পৌনে ৮টার দিকে পুরোপুরি নির্বাপণ করা হয়।
এদিকে, রাজধানী তুরাগের নয়ানগর গ্রামের চেয়ারম্যান বাড়ি এলাকায় ওমর সাফারী ওয়াশিং নামে রপ্তানীমুখি পোষাক কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌনে প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি ভাবে নির্বাপণ করে।
বাসস/সংবাদদাতা/এমএআর/২৩৫০/-স্বব