বাজিস-১২ : শেরপুরে ধানকাটা উৎসব অনুষ্ঠিত

405

বাজিস-১২
শেরপুর-ধানকাটা উৎসব
শেরপুরে ধানকাটা উৎসব অনুষ্ঠিত
শেরপুর, ৩ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের যৌথ আয়োজনে আজ জেলায় ধানকাটা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার সাপমারি গ্রামে কৃষক হাবিবুর রহমানের আমন আবাদের হরিধান কেটে এ উৎসব উদযাপন করা হয়।
শেরপুর খামারবাড়ীর উপপরিচালক মো. আশরাফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজধানীর খামারবাড়ীর পরিচালক (অর্থ ও প্রশাসন) মো. শাহ আলম।
উৎসবে শস্য কর্তনের পাশাপাশি অনুষ্ঠিত হয় কৃষি সচেতনতামুলক নাচ-গান, কবিতা আবৃত্তি, ক্যুইজ, কৌতুক ও আলোচনা। এছাড়াও ধানকাটা, মাড়াই সহ বিভিন্ন ধরনের আধুনিক কৃষি যন্ত্রপাতি প্রদর্শন করা হয়।
শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী ছাড়াও স্থানীয় কৃষক-কৃষানী, কৃষি বিভাগসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাসহ জেলার পাঁচ উপজেলার কৃষি কর্মকর্তারা এ উৎসবে অংশ নেন।
বাসস/সংবাদদাতা/২১৩৫/এমকে