বিজয়ের মাসের প্রথম দিন উদযাপিত

893

ঢাকা, ১ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : বিপুল উৎসাহ-উদ্দীপনা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ বিজয়ের মাসের প্রথম দিন উদযাপিত হলো। কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধের অবিস্মরণীয় গৌরবদীপ্ত চুড়ান্ত বিজয় এ মাসের ১৬ ডিসেম্বর অর্জিত হয়। স্বাধীন জাতি হিসেবে সমগ্র বিশ্বে আত্মপরিচয় লাভ করে বাঙালিরা। অর্জন করে নিজস্ব ভূ-খন্ড। আর সবুজের বুকে লাল সূর্য খচিত নিজস্ব জাতীয় পতাকা। ভাষার ভিত্তিতে যে জাতীয়তাবাদ গড়ে উঠেছিল ,এক রক্তক্ষয়ী যুদ্ধের পর বিজয়ের মাধ্যমে ঘোষিত স্বাধীনতা পূর্ণতা পায় এ দিনে।
একই ভাবে বাঙালির হাজার বছরের স্বপ্নপূরণ হবার পাশাপাশি বহু তরতাজা প্রাণ বিসর্জন আর মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে এই অর্জন হওয়ায় বেদনাবিঁধূর এক শোকগাঁথার মাসও এই ডিসেম্বর।
এ মাসেই স্বাধীনতা বিরোধী শক্তি তাদের এদেশীয় দোসর রাজাকার-আলবদর আল শামসদের সহযোগিতায় দেশের মেধা, শ্রেষ্ঠ সন্তান-বুদ্ধিজীবী হত্যার নৃশংস হত্যাযজ্ঞে মেতে ওঠে। সমগ্র জাতিকে মেধাহীন করে দেয়ার এধরনের ঘৃণ্য হত্যাযজ্ঞের দ্বিতীয় কোন নজীর বিশ্বে নেই।
বিজয়ের মাসের প্রখম দিন বিজয় দিবস উপলক্ষে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য ‘বিজয় র‌্যালি’ বের করা হয়। বিজয় র‌্যালি শেষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয় ।
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ব্যবসা, বাণিজ্য, অর্থনীতিসহ সকল ক্ষেত্রে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে। প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করে উন্নয়নের এই ধারা অব্যাহত রাখার জন্য তরুণ প্রজন্মকে শপথ নিতে হবে।
ভারপ্রাপ্ত উপাচার্য এরআগে বেলুন ও পায়রা উড়িয়ে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে বিজয় র‌্যালির উদ্বোধন করেন। র‌্যালিটি টিএসসি হয়ে সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, ডাকসু’র ভিপি মো. নুরুল হক, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রভোস্টসহ বিপুল সংখ্যক শিক্ষক, ছাত্র-ছাত্রী ও কর্মকর্তা-কর্মচারী র‌্যালিতে অংশগ্রহণ করেন। রেজিস্ট্রার মো. এনামউজ্জামান আলোচনা সভা পরিচালনা করেন।
আলোচনা পর্বের আগে ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগের উদ্যোগে জাতীয় সংগীত ও দেশাত্মবোধক গান পরিবেশিত হয়।
মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে মাসব্যাপি কর্মসূচির উদ্বোধন ও আলোচনা সভা আজ সকালে পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
পদক্ষেপ বাংলাদেশ- ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্ত্বরে জাতীয় সংগঠন ও শিল্পীদের অংশগ্রহণে ‘বিজয় মাসের প্রথম প্রভাত’ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। আজ সকাল ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্ত্বরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাদল চৌধুরী।
এফ এফ ফাউন্ডেশনের উদ্যোগে আজ সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সামনে থেকে একটি বর্ণাড্য র‌্যালী বের করা হয়। র‌্যালিটি সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনে গিয়ে শেষ হয়। এফএফ ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে র‌্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডাক, টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার, বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস । র‌্যালিতে আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডসহ বিভিন্ন প্রজন্ম সংগঠন অংশগ্রহণ করে।