বাজিস-৩ : হবিগঞ্জে জেলা প্রশাসনের মাসব্যাপি পরিচ্ছন্নতা অভিযান শুরু

436

বাজিস-৩
হবিগঞ্জ-পরিচ্ছন্নতা অভিযান
হবিগঞ্জে জেলা প্রশাসনের মাসব্যাপি পরিচ্ছন্নতা অভিযান শুরু
হবিগঞ্জ, ২৯ নভেম্বর ২০১৯ (বাসস) : জেলা প্রশাসনের উদ্যোগে ‘পরিচ্ছন্ন গ্রাম পরিচ্ছন্ন শহর’ শীর্ষক শ্লোগান নিয়ে আজ থেকে জেলায় মাসব্যাপি পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
আজ শুক্রবার সকালে জেলা প্রশাসক কামরুল হাসান প্রধান অতিথি হিসাবে এ কর্মসূচির উদ্বোধন করেন। পৌর মেয়র মিজানুর রহমানসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক জানান, প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চলবে।
আজ জেলা প্রশাসনের ও পৌরসভার সহযোগিতায় শুক্রবার সকাল থেকে দিনব্যাপি এ অভিযান চলে। হবিগঞ্জ পৌরসভা, স্কাউট ও কয়েকটি এনজিওসহ ২০টি স্বেচ্ছাসেবি সংগঠনের কর্মিরা এ অভিযানে অংশগ্রহণ করেন।
শুক্রবার সকালে হবিগঞ্জ শহরের সদর হাসপাতাল, নিমতলা, চৌধুরীবাজার, টাউনহল রোডসহ বিভিন্ন পয়েন্টে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।
বাসস/সংবাদদাতা/২০২৮/এমকে