বাসস রাষ্ট্রপতি-৩ : বাণিজ্য-বিনিয়োগের নতুন খাত অনুসন্ধানের আহ্বান রাষ্ট্রপতির

412

বাসস রাষ্ট্রপতি-৩
রাষ্ট্রপতি-চেম্বার নেতৃবৃন্দ
বাণিজ্য-বিনিয়োগের নতুন খাত অনুসন্ধানের আহ্বান রাষ্ট্রপতির
ঢাকা, ২৭ নভেম্বর, ২০১৯ (বাসস) : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশে নতুন উদ্যোক্তা তৈরি এবং বাণিজ্য-বিনিয়োগের নতুন খাত অনুসন্ধানে চেম্বার নেতাদের উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন।
ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের (আইসিসি) প্রেসিডেন্ট মাহবুবুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন আজ সন্ধ্যায় বাসসকে বলেন, প্রতিনিধি দল রাষ্ট্রপতিকে আইসিসি বাংলাদেশের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
প্রেস সচিব জানান, রাষ্ট্রপতি দেশের বাণিজ্য-বিনিয়োগ ও সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নে আইসিসিসহ বিভিন্ন চেম্বারের ভূমিকার কথা স্মরণ করে বলেন, বাণিজ্য-বিনিয়োগ হচ্ছে উন্নয়নের মূল হাতিয়ার।
প্রতিনিধি দল রাষ্ট্রপতিকে অবহিত করেন যে, এ বছর আইসিসির শতবর্ষ এবং বাংলাদেশ চ্যাপ্টারের ২৫ বছর পূর্তি উৎসব সাড়ম্বরে পালন করা হবে। প্রতিনিধি দল এসময় এ অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে যোগ দিতে আমন্ত্রণ জানায়।
রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা এসময় উপস্থিত ছিলেন।
বাসস/এসআইআর/অনু-এইচএন/২২৩৮/-এবিএইচ