বাসস দেশ-৪৭ : মোবারক হোসেন খানের দাফন সম্পন্ন

232

বাসস দেশ-৪৭
মোবারক-দাফন-সম্পন্ন
মোবারক হোসেন খানের দাফন সম্পন্ন
ঢাকা, ২৬ নভেম্বর, ২০১৯ (বাসস) : স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত সংগীত গবেষক, লেখক ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক মোবারক হোসেন খানকে আজ শাহজাহানপুর গোরস্থানে দাফন করা হয়েছে।
তিনি ২৪ নভেম্বর রাজধানীর নিজ বাসভবনে মারা যান।
সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত শিল্পকলা একাডেমিতে তাঁর মরদেহ রাখা হয়। এসময় প্রয়াত এই গুণী সঙ্গীতজ্ঞের প্রতি ফুলের শ্রদ্ধা নিবেদন করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীসহ একাডেমির সর্বস্তরের কর্মকর্তা, শিল্পী ও কর্মচারীবৃন্দ। ফুলের শ্রদ্ধা নিবেদন ও স্মৃতিচারণ শেষে প্রয়াত এই সঙ্গীতজ্ঞের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এর পরে মরদেহ নিয়ে যাওয়া হয় পশ্চিম রামপুরা এবং পরে দাফন করা হয় শাহজাহানপুর গোরস্থানে।
মোবারক হোসেন খান একজন সঙ্গীত গবেষক ও লেখক। স্বাধীনতা উত্তর তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ বেতারের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। সঙ্গীতে অবদানের জন্য তিনি ১৯৮৬ সালে একুশে পদক, ১৯৯৪ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন এবং ২০০২ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।
তিনি সঙ্গীত ও শিশু বিষয়ক ৫০টির বেশী গ্রন্থ রচনা করেন।
বাসস/সবি/এমএন/২১০০/কেএমকে