বাসস দেশ-২৪ : বিমান বাহিনীর নিহত দুই বৈমানিকের দাফন সম্পন্ন

674

বাসস দেশ-২৪
বৈমানিকদ্বয়-দাফন
বিমান বাহিনীর নিহত দুই বৈমানিকের দাফন সম্পন্ন
ঢাকা, ২ জুলাই, ২০১৮ (বাসস) : যশোরে প্রশিক্ষণ উড্ডয়ন চলাকালে বিমান দুঘর্টনায় নিহত বিমান বাহিনীর দুই বৈমানিকের মৃতদেহ জানাযা শেষে পূর্ণ সামরিক মর্যাদায় আজ ঢাকা সেনানিবাসে বিএএফ শাহীন কবরস্থানে দাফন করা হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে স্কোয়াড্রন লীডার মো. সিরাজুল ইসলাম এবং স্কোয়াড্রন লীডার এনায়েত কবীর পলাশের নামাজে জানাযা বিকেলে ঢাকা সেনানিবাসস্থ বিএএফ ঘাঁটি বাশারের বিগ টপ হ্যাঙ্গারে অনুষ্ঠিত হয়েছে ।
জানাযায় বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ, বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত ও লে. জেনারেল মো. মাহফুজুর রহমান, সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিপুলসংখ্যক বেসামরিক ও সামরিক সদস্য উপস্থিত ছিলেন। এছাড়া নিহতদের নিকট আত্মীয়স্বজনও জানাযায় শরীক হন।
বাসস/আইএসপিআর/এমএমবি/২০২৫/অমি