বাসস সংসদ-৫ : শিগগিরই আমেরিকায় সরাসরি ফ্লাইট চালুর চেষ্টা করা হবে : শাহজাহান কামাল

343

বাসস সংসদ-৫
আমেরিকা-সরাসরি-বিমান
শিগগিরই আমেরিকায় সরাসরি ফ্লাইট চালুর চেষ্টা করা হবে : শাহজাহান কামাল
সংসদ ভবন, ২ জুলাই, ২০১৮ (বাসস) : শিগগিরই আমেরিকায় সরাসরি ফ্লাইট চালুর চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল।
তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য আব্দুল মান্নানের সম্পূরক প্রশ্নের জবাবে বলেন, ‘আমি আমেরিকায় সরাসরি ফ্লাইট চালু করতে আগ্রহী। আমরা ছোট প্লেন কেনার পর শিগগিরই আমেরিকায় সরাসরি ফ্লাইট চালুর চেষ্টা করবো।’
মন্ত্রী বলেন, ‘আমি নিজেও চাই বাংলাদেশ থেকে বিমান সরাসরি আমেরিকায় যাক। কিন্তু আমাদের বোয়িং-৭৭৭ প্লেন যদি সেখানে যায় তাহলে যাত্রী পাওয়ার জন্য সেখানে অর্থাৎ আমেরিকায় ৩ থেকে ৪ দিন বসে থাকতে হয়। এজন্য আমাদের বিমানের ক্রুসহ অন্য কর্মকর্তাদের আমেরিকায় থাকতে হয়। এতে অনেক লোকসান হয়। তাই আমরা ছোট প্লেন কিনছি। আমরা ২০০-২৫০ আসনের যাত্রীবাহী প্লেন কেনার পর অনতি বিলম্বে বাংলাদেশ-আমেরিকা ফ্লাইট চালু করার চেষ্টা করবো।’
উল্লেখ্য, ১৯৯৬ সাল থেকে আমেরিকায় সরাসরি ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে।
বাসস/এমএসএইচ/১৯৪৫/বেউ/-আসচৌ