বাসস দেশ-১৭ : সাংবাদিক আনিস আহমেদ এবং আবু জায়েদ শিকদারের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

182

বাসস দেশ-১৭
শোক- তথ্যমন্ত্রী
সাংবাদিক আনিস আহমেদ এবং আবু জায়েদ শিকদারের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক
ঢাকা, ২ জুলাই, ২০১৮ (বাসস) : সাংবাদিক আনিস আহমেদ এবং ঢাবি’র সাবেক রেজিস্ট্রার আবু জায়েদ শিকদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
আজ পৃথক শোক বার্তায় তিনি গভীর শোক এবং দুঃখ প্রকাশ করে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
ইংরেজি দৈনিক দি ডেইলী অবজারভারের নির্বাহী সম্পাদক আনিস আহমেদ (৬৪) আজ সোমবার সকাল সাড়ে আটটায় রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসায় ইন্তেকাল করেন।
তথ্যমন্ত্রী তার শোকবার্তায় বলেন, বাংলাদেশ সংবাদ সংস্থা ও আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সসহ বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আনিস আহমেদ এদেশের সাংবাদিকতায় উৎকর্ষের নজির রেখে গেছেন।
জায়েদ শিকদার আজ সকালে রাজধানীর গ্রীন রোডে নিজ বাসায় ইন্তেকাল করেন।
তথ্যমন্ত্রী তার শোকবার্তায় বলেন, সাবেক জাসদ নেতা আবু জায়েদ শিকদার ষাটের দশকে বাঙালি জাতীয়তাবাদী ছাত্র আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে বলিষ্ঠ ভূমিকা পালন করেন।
তিনি প্রয়াত আবু জায়েদ শিকদারের কন্যা অধ্যাপক লুৎফা হাসিন রোজী, অধ্যাপক নাজমা শাহিন ও পুত্র অধ্যাপক আরিফ মহিউদ্দীন শিকদারসহ পরিবারের সব সদস্যের প্রতি গভীর সমবেদনা জানান।
বাসস/সবি/কেসি/১৮৪৫/আরজি