বাসস দেশ-৩৬ : কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে হবে : কৃষিমন্ত্রী

477

বাসস দেশ-৩৬
রাজ্জাক-৭ম বাপা
কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে হবে : কৃষিমন্ত্রী
ঢাকা, ২১ নভেম্বর, ২০১৯ (বাসস) : কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক বলেছেন, কৃষিজাত পণ্যের উৎপাদন বৃদ্ধিকরণ, প্রক্রিয়াজাতকরণ, মূল্য সংযোজন করে রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতির উন্নয়নের মাধ্যমে কৃষকের মুখে হাসির ফুটাতে হবে। বাংলাদেশ এগ্রো প্রসেসর্স এসোসিয়েশন (বাপা) যে ভাবে এগিয়ে যাচ্ছে এর ধারাবাহিকতা বজায় থাকলে আগামী বছর ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপ্রো মেলায় প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।
আজ রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৩ দিনব্যাপী (২১-২৩) ৭ম বাপা ২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, কৃষির ক্রমবর্ধমান বিকাশ নিশ্চিত করতে সরকারের পক্ষ হতে সহযোগিতা করা হবে। ফুড প্রসেসিং সেক্টর এবং এর সঙ্গে জড়িত সব প্রতিষ্ঠানের বিকাশ এবং সার্বিক সমন্বয় নিশ্চিত করার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন আরো বেগবান হবে। এই কাজে বাংলাদেশে পাইনিয়ার প্রাণ গ্রুপকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি। শেষে মন্ত্রী মেলার স্টল পরিদর্শন করেন।
উল্লেখ্য, সরাসরি ফুড প্রসেসিং সেক্টরের সঙ্গে যুক্ত ১৫টি দেশের প্রায় ৩শ’টি প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করেছে। বাপা ১শ’ ৪৪টি দেশে প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানি করছে, গত অর্থবছরে রপ্তানির মাধ্যমে ৩শ ৭২ মিলিয়ন ডলার আয় করেছে। ২০২১ সালে রপ্তানি ১ বিলিয়ন ডলারে উন্নীত করতে নিরলন কাজ করছে বাপা।
বাপার সভাপতি ফখরুল ইসলাম মুন্সির সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার (দায়িত্বে) বিশ্বদ্বীপ দে, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান সাইয়েদা সরোয়ার জাহান; এফএও এর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ রর্বাট ডগলাস সিম্পসন; কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক-সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাসস/তবি/এমএমবি/২২৪০/বেউ/-স্বব