লক্ষ্মীপুরে কল্যাণপুর গ্রামে জ্বলবে বিদ্যুতের আলো

371

লক্ষ্মীপুর, ২৫ মার্চ, ২০১৮ (বাসস) : ‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ এ স্লোগান নিয়ে লক্ষ্মীপুরের কল্যাণপুর গ্রামে উদ্বোধন করা হয়েছে বিদ্যুতের নতুন সংযোগ।
রোববার দুপুরে সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের কল্যাণপুর গ্রামের বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল।
এ গ্রামের ১১৬ পরিবারের মাঝে নতুন বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। প্রায় ৪২ লাখ ৭০ হাজার ৫শ’ টাকা ব্যয়ে ২ দশমিক ৮৪৭ কিলোমিটার লাইন নির্মাণ শেষে সংযোগ প্রদান করা হয়।
মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। দেশের মানুষ বেকার থাকে না। ঘরে ঘরে শিক্ষিত বাড়ে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে পুরো দেশ বিদ্যুতের আওতায় আনা হবে। সে কারণে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি।
এ উপলক্ষে কুশাখালী ইউনিয়ন আওয়ামী লীগ এক সুধী সমাবেশের আয়োজন করে। স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো: শাহজাহান কবীর, সদর উপজেলা আওয়ামী লীগের সভপতি বাবু বিজন বিহারী ঘোষ, সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরী, স্থানীয় আওয়ামী লীগ নেতা এডভোকেট সামছুল হক সামছু। আরো উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জজ আদালতের পাবলিক পসিকিউটর (পিপি) জসিম উদ্দিন, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল মতলব, আওয়ামী লীগ নেতা নুজরুল ইসলাম ভুলু প্রমুখ।
স্বাধীনতার ৪৭ বছর পর কুশাখালীর কল্যাণপুর গ্রামের ১১৬ পরিবার নতুন বিদ্যুৎ সংযোগ পাওয়ায় গ্রামের লোকজন আনন্দে মেতে ওঠেন।