বাসস দেশ-৪২ : লক্ষ্মীপুরে দুর্নীতি মামলায় পোস্ট মাস্টার গ্রেফতার

432

বাসস দেশ-৪২
দুদক-গ্রেফতার
লক্ষ্মীপুরে দুর্নীতি মামলায় পোস্ট মাস্টার গ্রেফতার
লক্ষ্মীপুর, ১৮ নভেম্বর, ২০১৯ (বাসস) : লক্ষ্মীপুরে গ্রাহকের সঞ্চয়কৃত ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর কর্মকর্তারা আজ শ্রীবাস চন্দ্র দে নামে এক পোস্ট মাস্টারকে গ্রেফতার করেছে।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা দুদক সজেকা নোয়াখালীর সহকারী পরিচালক সুবেল আহমেদের নেতৃত্বে দুদকের একটি দল আজ দুপুরে নোয়াখালী মাইজদী সুপার মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
সোমবার সন্ধ্যায় শ্রীবাসকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুবেল আহমেদ মুঠোফোনে বাসসকে বলেন, ৩০ লাখ ২৭ হাজার টাকা আত্মসাতের কথা স্বীকার করে শ্রীবাস আদালতে জবানবন্দি দিয়েছেন। আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুয়েল দেব তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
শ্রীবাস চন্দ্রদের কাছ থেকে ১০ লাখ টাকা উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়।
শ্রীবাস লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়ন উপ-ডাকঘরের উপ-পোস্ট মাস্টার (বর্তমানে সাময়িকভাবে বরখাস্ত) ছিলেন।
২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত ওই অফিসে কর্মরত থাকাকালে শ্রীবাস চন্দ্র দে ৩০ লাখ ২৭ হাজার টাকা আত্মসাত করে বলে দুদক সূত্র জানায়।
বাসস/সংবাদদাতা/এফএইচ/২১৪০/-এইচএন