বাজিস-১০ : সাতক্ষীরায় আটদিনব্যাপি বইমেলা শুরু

454

বাজিস-১০
সাতক্ষীরা- বইমেলা
সাতক্ষীরায় আটদিনব্যাপি বইমেলা শুরু
সাতক্ষীরা, ১৬ নভেম্বর ২০১৯ (বাসস) : জেলায় ‘মুজিববর্ষ’ পালন ও সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আজ থেকে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আটদিনব্যাপি বইমেলা শুরু হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথি হিসাবে বইমেলা উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মীর মোস্তাক আহম্মেদ রবি।
বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ.আ.স.ম আরেফিন সিদ্দিক।
সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম. মোস্তফা কামালের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল মান্নান ইলিয়াস ও যুগ্ম-সচিব শওকত আলী, যুগ্ম-সচিব ফয়জুর রহমান ফারুকী, জেলার পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরার পৌর মেয়র তাজকিন আহম্মেদ চিশতি, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল প্রমুখ।
জানা গেছে, এবারের বইমেলায় বাংলা একাডেমিসহ ৪২টি প্রতিষ্ঠানের ৭০টি স্টল স্থান পেয়েছে। প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে। ২৩ নভেম্বর পর্যন্ত এ বইমেলা চলবে।
বাসস/সংবাদদাতা/২১৩০/এমকে