শ্রীলংকায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু

327

কলম্বো, ১৬ নভেম্বর, ২০১৯ (বাসস ডেস্ক) : শ্রীলংকার হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচনে শনিবার ভোট গ্রহণ শুরু হয়েছে। পাঁচ বছর পরে সাবেক প্রভাবশালী নেতা মাহিন্দা রাজাপাকসের পরিবার দেশটির ক্ষমতায় ফিরে আসার জোরালো প্রচেষ্টা চালাচ্ছে। খবর এএফপি’র।
নির্বাচন কমিশনের এক কর্মকর্তা জানান, ভোট গ্রহণের জন্য শ্রীলংকার স্থানীয় সময় সকাল ৭টায় ভোট কেন্দ্রগুলো খুলে দেয়া হয় এবং ১০ ঘণ্টা ধরে ভোট গ্রহণ অব্যাহত থাকবে। ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে ৮৫ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।