পাহাড়ে সন্ত্রাসী কার্যক্রম সহ্য করা হবে না : মন্ত্রী বীর বাহাদুর

283

বান্দরবান, ১৩ নভেম্বর, ২০১৯ (বাসস) : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, পাহাড়ে কোন ধরণের সন্ত্রাসী কার্যক্রম সহ্য করা হবে না।
তিনি বলেন, সন্ত্রাসী কার্যক্রম এলাকার সার্বিক উন্নয়নে ব্যাঘাত সৃষ্টি করে। জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শান্তি চুক্তি সম্পাদনের মাধ্যমে পার্বত্য জনপদে সন্ত্রাসের স্থায়ী সমাধান করেছেন। দেশে এখন উন্নয়নের সুবাতাস বইছে সে ধারা অব্যাহত রাখতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে।
তিনি আজ বুধবার দুপুরে বান্দরবানের লামা উপজেলা ফাঁসিয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
মন্ত্রী বলেন, গত কয়েক বছরে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে পার্বত্য এলাকায়। বর্তমানেও কোটি টাকার উন্নয়ন কাজ চলমান আছে। এসময় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং নিরাপত্তার স্বার্থে ফাঁসিয়াখালীতে পুলিশ ক্যাম্প স্থাপনসহ সকল প্রকার উন্নয়ন কাজ বাস্তবায়নের আশ্বাস দেন।
ফাঁসিয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল হোসাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় অতিরিক্ত পুলিশ সুপার আলী হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি, পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী ফাঁসিয়াখালী উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত ছাত্রাবাস, ইউনিয়ন পরিষদ চত্বরে নির্মিত শহীদ মিনার ও ইবতেদায়ী মাদ্রাসার (দ্বিতীয় তলা) ভবন উদ্বোধন করেন। পরে ফাঁসিয়াখালী রংখোলা ঝিরির ওপর আর.সি.সি গার্ডার ব্রিজ ও গুলিস্তান বাজার হতে ফাঁসিয়াখালী বাজার পর্যন্ত রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন।
পরে মন্ত্রী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত ইউনিয়ন পরিষদ চত্বরে জনসভায় যোগ দেন।