দেশে টিআইএনধারী কর দাতার সংখ্যা ৪৫ লাখ ১৬ হাজার ৬৩২ : অর্থমন্ত্রী

667

সংসদ ভবন, ১৩ নভেম্বর ২০১৯ (বাসস) ; অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বর্তমানে দেশে টিআইএনধারী কর দাতার সংখ্যা ৪৫ লাখ ১৬ হাজার ৬৩২ জন।
তিনি আজ বিএনপির গোলাম মোহাম্মদ সিরাজের এক প্রশ্নের জবাবে সংসদকে এ তথ্য জানান।
তিনি বলেন, দেশের মোট ২৭টি কর অঞ্চলের মধ্যে কেন্দ্রীয় জরীপ অঞ্চলসহ ঢাকা বিভাগে ১৭টি কর অঞ্চলে কর দাতার সংখ্যা সর্বোচ্চ, এর পর চট্রগ্রাম বিভাগের ৪টা অঞ্চলে দ্বিতীয় সর্বোচ্চ এবং খুলনাসহ অন্যান্য বিভাগে ৬টা কর অঞ্চলে বাকী কর দাতা রয়েছে।
মন্ত্রী বলেন, দেশে করদাতার সংখ্যা বৃদ্ধি করতে সরকার আয়কর জরীপ, নিয়মিত অভ্যন্তরীণ জরীপ, উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয় হতে জমি ক্রয়-বিক্রয় তথ্য সংগ্রহ করে আয়কর নথি চালু, ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স গ্রহণকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের আয়কর নথি চালু, বছরব্যাপি কর প্রদানে উৎসাহিত করতে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। এছাড়া প্রতি বছর নভেম্বর মাসে আয়কর মেলা অনুষ্ঠান এবং ৩০ নভেম্বর আয়কর দিবস পালন করা হচ্ছে।