ঘূর্ণিঝড় ‘বুলবুল’ দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত

625

ঢাকা, ১০ নভেম্বর, ২০১৯ (বাসস) : ঘূর্ণিঝড় ‘বুলবুল’ দুর্বল হয়ে এখন নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অধিদফতরের সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা, ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে আগামীকাল সোমবার সকাল পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
আবহাওয়া পরিস্থিতির সর্বশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাগেরহাট, বরিশাল ও ভোলা অঞ্চলে অবস্থানরত গভীর নিম্নচাপটি সামান্য উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে আজ সন্ধ্যা ৬টায় নোয়াখালী, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলে নিম্নচাপ আকারে অবস্থান করছে।
আবহাওয়া অফিস জানায়, এটি আরও উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও বৃষ্টি ঝরিয়ে ক্রমশঃ দুর্বল হতে পারে। গভীর নিম্নচাপটির প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বায়ুচপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।