বাসস দেশ-১৭ : ‘বুলবুল’-এর ক্ষয়ক্ষতি মোকাবেলায় বাপাউবো’র কর্মকর্তা-কর্মচারীগণকে কর্মস্থলে অবস্থানের নির্দেশ

247

বাসস দেশ-১৭
বুলবুল-বাপাউবো-নির্দেশনা
‘বুলবুল’-এর ক্ষয়ক্ষতি মোকাবেলায় বাপাউবো’র কর্মকর্তা-কর্মচারীগণকে কর্মস্থলে অবস্থানের নির্দেশ
ঢাকা, ৮ নভেম্বর, ২০১৯ (বাসস) : ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলায় তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় জরুরী ব্যবস্থা গ্রহণে শুক্রবার হতে আগামী ১৬ নভেম্বর পর্যন্ত উপকূলবর্তী জেলাসমূহে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) সকল কর্মকর্তা-কর্মচারীগণকে নিজ নিজ কর্মস্থলে অবস্থানের নির্দেশ দেয়া হয়েছে।
বাপাউবো’র মহাপরিচালক প্রকৌশলী মো. মাহফুজুর রহমান আজ এক আদেশে এই নির্দেশ প্রদান করেছেন।
বাপাউবো’র জনসংযোগ পরিদপ্তরের পরিচালক মুনসী এনামুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বাপাউবো’র বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘বুলবুল’ উত্তর-পশ্চিম বরাবর অগ্রসর হয়ে ১০ নভেম্বর বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উপকূল সন্নিকটে বঙ্গোপসাগরে অবস্থান করতে পারে। যা পরবর্তীতে বঙ্গোপসাগরের উত্তর দিয়ে পূর্ব-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড় ‘বুলবুল ’এর সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলায় কাজের সুবিধার্তে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে।
বাসস/সবি/এমএন/১৮৩৮/এসই