বাসস দেশ-৩৭ : ডিএনসিসি’র ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর ও রাজীবের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা

225

বাসস দেশ-৩৭
দুদক-মামলা
ডিএনসিসি’র ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর ও রাজীবের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা
ঢাকা, ৬ নভেম্বর, ২০১৯ (বাসস) : জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান ও ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবের বিরুদ্ধে পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন ( দুদক)।
দুদক সূত্রে জানা যায়, ৩০ কোটি ১৬ লাখ ৮৭ হাজার টাকা মূল্যের জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ডিএনসিসি’র কাউন্সিলর হাবিবুর রহমানের বিরুদ্ধে এ মামলা করা হয়।
দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে এ মামলা করেন।
এদিকে ২৬ কোটি ১৬ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবের বিরুদ্ধে আরেকটি মামলা করে দুদক। দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী বাদী হয়ে এ মামলা করেন।
আপরদিকে পেনশন বিল খাতের ১ কোটি ৮৪ লাখ ৩৯ হাজার ২৩৭ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা দুদকের মামলায় সোনালী ব্যাংক লিমিটেডের সাবেক কর্মকর্তা এম এ সালেককে আজ রাজধানী থেকে গ্রেফতার করা হয়েছে।
বাসস/সবি/এফএইচ/২০৩০/কেজিএ