ফ্রান্সে বন্দুক হামলায় নিহত ৩

714

ত্রেবেস (ফ্রান্স), ২৪ মার্চ, ২০১৮ (বাসস ডেস্ক) : ফ্রান্সের দক্ষিণপশ্চিমাঞ্চলে শুক্রবার একটি সুপার মার্কেটে এক বন্দুকধারীর হামলা ও জিম্মির ঘটনায় তিনজন নিহত হয়েছে। পরে নিরাপত্তা বাহিনীর গুলিতে হামলাকারীও নিহত হয়। এরআগে ওই হামলাকারী কয়েকজনকে জিম্মি করে। ত্রেবেসের কাছে কারকাসোন শহরে এ ঘটনা ঘটে।
খবর এএফপি’র।
জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের প্রতি হামলাকারীর আনুগত্য রয়েছে বলে জানা যায়। সন্দেহভাজন উগ্রপন্থী হিসেবে তাকে নজরদারিতে রাখা হয়েছিল।
ফ্রান্সে গত অক্টোবরের পর এটাই বড় ধরণের প্রথম জিহাদি হামলা। এ ঘটনায় এক পুলিশ সদস্যসহ পাঁচ জন আহত হয়েছে।
ঘটনার পর ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ টেলিভিশনে দেয়া এক ভাষণে বলেন, ‘আমাদের দেশে ইসলামিক জঙ্গিরা হামলা চালিয়েছে।’
এদিকে ইসলামিক স্টেট গ্রুপ এ হামলার দায়িত্ব স্বীকার করেছে। পশ্চিমা শত্রুদের ওপর হামলা চালাতে গ্রুপটির অনুসারীদের প্রতি আহ্বানের প্রেক্ষিতেই এ হামলা চালানো হয়েছে বলে তারা দাবি করছে।
সন্ত্রাস বিরোধী প্রধান প্রসিকিউটর ফ্রানকোইস মোলিন্স জানান, হামলাকারীর নাম রেদোয়ান লাকদিম (২৫) । তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র বহন ও মাদক গ্রহণের অভিযোগ রয়েছে।
নিরাপত্তা সূত্র জানায়, লাকদাম মরক্কোর তজায় জন্মগ্রহণ করে। তার ফ্রান্সের নাগরিকত্ব রয়েছে।