রাষ্ট্রপতির সঙ্গে নয়া মন্ত্রিপরিষদ সচিবের সাক্ষাৎ

755

ঢাকা, ৩১ অক্টোবর, ২০১৯ (বাসস) : নয়া মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম আজ সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন বাসস’কে বলেন, ‘বৈঠকে রাষ্ট্রপতি নতুন মন্ত্রিপরিষদ সচিবকে বাংলাদেশ সিভিল সার্ভিসে সর্বোচ্চ পদে নিয়োগ পাওয়ার জন্য অভিনন্দন জানান।’
রাষ্ট্রপতি বলেন, সরকারি কর্মকর্তারা দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, সরকারি কর্মকর্তারা নতুন মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে জনগণের আরো বেশি সেবা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন করতে পারবেন।
নয়া মন্ত্রিপরিষদ সচিব তার দায়িত্ব পালনে রাষ্ট্রপতির প্রয়োজনীয় সহযোগিতা ও নির্দেশনা কামনা করেন।
দেশের ২২তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগপ্রাপ্ত আনোয়ারুল ইসলাম-এর আগে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন সেতু বিভাগের সিনিয়র সচিব ছিলেন।
রাষ্ট্রপতির সঙ্গে সংশ্লিষ্ট সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।