বাজিস-৮ : দিনাজপুরে আশ্রয়ন-২ প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত

470

বাজিস-৮
দিনাজপুর-কর্মশালা
দিনাজপুরে আশ্রয়ন-২ প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত
দিনাজপুর, ২৮ অক্টোবর, ২০১৯ (বাসস) : ‘আশ্রয়নের অধিকার-শেখ হাসিনার উপহার’ শীর্ষক শ্লোগানকে সামনে আজ আশ্রয়-২ প্রকল্প বাস্তবায়নকল্পে জেলার মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অংশগ্রহণে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আজ সোমবার সকাল ১০টা থেকে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন আয়োজিত এ কর্মশালায় জেলা প্রশাসক মো. মাহমুদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন- প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মো. মাহাবুব আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সালেহ মো. মাহাফুজুর আলম প্রমুখ।
কর্মশালায় দিনাজপুরে আশ্রয় প্রকল্পের অগ্রগতি তুলে বক্তব্য রাখেন- জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মোখলেছুর রহমান ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. মাহফুজার রহমান প্রমুখ।
বিভাগীয় কমিশনার বলেন, এ প্রকল্পের মাধ্যমে জুন ২০১৮ পর্যন্ত দুইলাখ ৬৪ হাজার ভুমিহীন, গৃহহীন ও ছিন্নমূল পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।প্রশিক্ষণ ও ঋণ প্রদানের মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করে সমাজের মূলধারায় সম্পৃক্ত করা হচ্ছে।
বাসস/সংবাদদাতা/২১২০/-এমকে